হোম » ছবি » বিদেশ » অবিশ্বাস্য হলেও সত্যি! দরজা খুলল বিশ্বের প্রথম 'সোনা'য় মোড়া হোটেল, ছবিতে দেখুন
অবিশ্বাস্য হলেও সত্যি! দরজা খুলল বিশ্বের প্রথম 'সোনা'য় মোড়া হোটেল, ছবিতে দেখুন
Bangla Editor
1/ 10
*দরজা খুলল বিশ্বের প্রথম সোনায় মোড়া হোটেল। অবিশ্বাস্য হলেও এ কথা একেবারে সত্যি। ছবিঃ সংগৃহীত।
2/ 10
*হোটেলটি তৈরি হয়েছে ভিয়েতনামে। কী ভাবছেন? কবে করোনা সংকট মুক্ত হবে বিশ্ব! আর আপনি পাড়ি দেবেন ভিয়েতনামে? সে না হয় হবে, কিন্তু তার আগে দেখে নিন বিশ্বের প্রথম সোনায় মোড়া পাঁচতারা হোটেলের অন্দরসজ্জা ঠিক কেমন... ছবিঃ সংগৃহীত।
3/ 10
*ভিয়েতনামের রাজধানী হানোইতে তৈরি হয়েছে গোল্ড প্লেটেড হোটেল 'ডলস হানোই গোল্ডেন লেক' (Dolce Hanoi Golden Lake)। ২০০৯ সালে নির্মাণ শুরু হয়েছিল সিক্স স্টার এই হোটেলের। ছবিঃ সংগৃহীত।
4/ 10
*'ডলস হানোই গোল্ডেন লেক' তৈরিতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মূল্যে প্রায় ১৫০০ কোটি টাকা। হোটেলের ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেট সোনা। ছবিঃ সংগৃহীত।
5/ 10
*শুধু বাইরে নয়, হোটেলের দরজা, জানলা-সহ বাথরুমের টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল , রুম এমনকী বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনায় মোড়া। ছবিঃ সংগৃহীত।
6/ 10
*হোটেলে কোনও গেস্ট কফি খেতে চাইলে, তাঁকে সোনার কাপে কফি পরিবেশন করা হবে। ছবিঃ সংগৃহীত।
7/ 10
*হোটেলের কাজ পুরোপুরি ভাবে শেষ হতে এখনও বেশ কিছু দিন বাকি । কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই পর্যটকেরা হোটেলের সামনে দাঁড়িয়ে ভিড় জমাচ্ছেন। ছবিঃ সংগৃহীত।
8/ 10
*হোটেলের অন্দরে এবং বাইরেও ৫০০০ বর্গমিটারের সেরামিক টাইলস মোড়া হয়েছে সোনা দিয়েই। ছবিঃ সংগৃহীত।
9/ 10
*হোটেলটি ২৫ তলা। আর ইমিউনিটি পুলটি রয়েছে রুফটপে। কাপ থেকে শুরু করে খাবারও সোনার পাত্রেই পরিবেশন করা হবে অতিথিদের। ছবিঃ সংগৃহীত।
10/ 10
*'ডলস হানোই গোল্ডেন লেক'-এ থাকতে গেলে গুণতে হবে ন্যূনতম ২৫০ মার্কিন ডলার থেকে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার টাকা। অতিথিরা চাইলে হোটেলের অ্যাপার্টমেন্ট ভাড়া করতে পারবেন। তবে সেই অ্যাপার্টমেন্ট ভাড়া খানিকটা কম। ছবিঃ সংগৃহীত।