ভিয়েতনামের দুর্গাপুজো, দেখুন ছবি
Last Updated:
২০০০সাল থেকে ভিয়েতনামের সাইগন (সাম্প্রতিক নাম হো চি মিন সিটি) চার-পাঁচজন বাঙালি পরিবার মিলে শুরু করে দুর্গাপুজো ৷ প্রথমে বেশ ছোট করেই শুরু হয় এই পুজো ৷ ধীরে ধীরে প্রতিবছর বড় হতে থাকে ভিয়েতনামের এই দুর্গাপুজো ৷
advertisement
advertisement
কলকাতার পুরোহিত তরুণ চক্রবর্তীও প্রতিবছর পুজোর সময় পাড়ি দেন ভিয়েতনামে৷ তবে এই পুজোর সঙ্গে শুধুমাত্র বাঙালিরাই যুক্ত থাকেন না ৷ প্রচুর অবাঙালি মানুষ ও ভিয়েতনামের মানুষ যুক্ত হয় এই পুজোর সঙ্গে ৷ গান, বাজনা, প্রসাদ খাওয়া তারই মধ্যে কেটে যায় ভিয়েতনামের এই পুজো ৷ এক টুকরো কলকাতাই যেন তৈরি হয় ভিয়েতনামের সাইগন শহরে ৷