ভাই-বোনের গায়ের রং সবুজ... কোনও গল্পকথা নয়, বাস্তবে ঠিক এমনটাই ঘটেছে! আমাদের ত্বকের রং সাদাটে-তামাটে কিংবা কালচে হয়ে থাকে, কিন্তু এই ভাই বোনের ত্বকের রং সবুজ! কোনও মেক-আপ বা রং করা নয়, বাস্তবেই তাদের গায়ের রং সবুজ।
advertisement
2/7
ইংল্যান্ডের সাফোকের উলপিট গ্রামে হঠাৎ-ই একদিন হাজির হল দুই ভাই-বোন। তাদের দেখে তো গ্রামবাসীদের চোখ কপালে! তাদের চোখ-নাক-মুখ- চেহারার গড়ন আর পাঁচটা মানুষের মতো হলেও, তাদের তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের
advertisement
3/7
দুই ভাই বোনের কথা গ্রামের কেউ বুঝত না। কোনও এক অস্বাভাবিক-অজানা ভাষায় তারা কথা বলত। তাদের পোশাক-আশাকও ছিল অদ্ভুত!
advertisement
4/7
ভাই-বোনের খাবার অভ্যাসও ছিল অদ্ভুত, খেত খালি কাঁচা শিম। কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায়, বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরেধীরে ইংরেজি ভাষা শেখানো হয়।
advertisement
5/7
গ্রামবাসীদের উদ্যোগে মেয়েটিকে খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে-ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে।
advertisement
6/7
মেয়েটি বাকিদের জানায়, সে আর তার ভাই সেন্ট মার্টিন্স ল্যান্ড থেকে এসেছে। তার কথায়, সেন্ট মার্টিন্স হল মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ।
advertisement
7/7
ঘটনাটি ঘটে ১২ শতকে। সেই সময় মেয়েটির কথা অনেকেই বিশ্বাস করেনি। বহু গবেষক এই সবুজ ভাই-বোনের অতীত নিয়ে খোঁজ করে, কীভাবে তাদের ত্বক সবুজ রং-এর ছিল, সেই নিয়ে শুরু হয় গবেষণা, কিন্তু কোনও সদুত্তর মেলেনি। অনেকেই আবার তাদের ভিনগ্রহের প্রাণী বলে মনে করেছিলেন। আজও এই রহস্যের সমাধান হয়নি।