কোয়ারেন্টাইন সেন্টারে ‘‌সেক্স পার্টি’!‌ একে অন্যের সঙ্গে শরীরী খেলায় মেতেছেন করোনা সন্দেহভাজনরা

Last Updated:
আতঙ্কের মধ্যে যৌনতা এমন আনন্দ দিতে পারে?‌ প্রশ্ন করছেন কেউ কেউ
1/6
• কোয়ারেন্টিন সেন্টারে চলছে অবাধ যৌনতা। করোনা সন্দেভাজন রোগীরা একে অন্যের সঙ্গে ‘‌সেক্স’–এ মত্ত সারাদিন। উগান্ডার ঘটনায় চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের।
• কোয়ারেন্টিন সেন্টারে চলছে অবাধ যৌনতা। করোনা সন্দেভাজন রোগীরা একে অন্যের সঙ্গে ‘‌সেক্স’–এ মত্ত সারাদিন। উগান্ডার ঘটনায় চক্ষু চড়কগাছ কর্তৃপক্ষের।
2/6
• উগান্ডার সরকার সম্প্রতি করোনা মোকাবিলায় বেশ কয়েকটি হোটেলকে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে ঘোষণা করেছে। সেখানেই রয়েছেন করোনা সন্দেহভাজনরা। আর তাঁরাই সারাদিন যৌনতায় মত্ত থাকছেন।
• উগান্ডার সরকার সম্প্রতি করোনা মোকাবিলায় বেশ কয়েকটি হোটেলকে কোয়ারেন্টিন সেন্টার হিসাবে ঘোষণা করেছে। সেখানেই রয়েছেন করোনা সন্দেহভাজনরা। আর তাঁরাই সারাদিন যৌনতায় মত্ত থাকছেন।
3/6
• সম্প্রতি আফ্রিকার এই দেশ এই অবাধ যৌনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য সচিব সাংবাদিক বৈঠক করে বলেছেন, তাঁরা চিন্তিত এই প্রবণতা নিয়ে। কারণ, রোগীরা রোগের ভয়াবহতাকে গুরুত্ব না দিয়ে আজব ব্যবহার শুরু করেছেন।
• সম্প্রতি আফ্রিকার এই দেশ এই অবাধ যৌনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্বাস্থ্য সচিব সাংবাদিক বৈঠক করে বলেছেন, তাঁরা চিন্তিত এই প্রবণতা নিয়ে। কারণ, রোগীরা রোগের ভয়াবহতাকে গুরুত্ব না দিয়ে আজব ব্যবহার শুরু করেছেন।
4/6
• রোগীরা নাকি একে অন্যের ঘরে ঢুকে পড়ছেন যখন তখন। বাদ পড়ছেন না সরকারী কর্মীরাও। তাঁরা সব জেনেও চুপ করে আছেন, বা নিজেদের মতো একঘরে বসে আড্ডা দিচ্ছেন।
• রোগীরা নাকি একে অন্যের ঘরে ঢুকে পড়ছেন যখন তখন। বাদ পড়ছেন না সরকারী কর্মীরাও। তাঁরা সব জেনেও চুপ করে আছেন, বা নিজেদের মতো একঘরে বসে আড্ডা দিচ্ছেন।
5/6
• সরকার অনুরোধ করেছে, অন্তত ১৪ দিন তাঁরা যেন সরকারের অনুরোধ মেনে চলেন। কোয়ারেন্টিন সেন্টারে গোলমাল আটকাতে বিশেষ পুলিশ মোতায়েন করেছে সরকার।
• সরকার অনুরোধ করেছে, অন্তত ১৪ দিন তাঁরা যেন সরকারের অনুরোধ মেনে চলেন। কোয়ারেন্টিন সেন্টারে গোলমাল আটকাতে বিশেষ পুলিশ মোতায়েন করেছে সরকার।
6/6
• কিন্তু ‌কে শোনে কার কথা। পরিস্থিতি এখনও একই। উগান্ডায় এখনও ৫৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সরকার চাইছে আক্রান্তের সংখ্যাটা যত কমে সম্ভব ধরে রাখতে।
• কিন্তু ‌কে শোনে কার কথা। পরিস্থিতি এখনও একই। উগান্ডায় এখনও ৫৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। সরকার চাইছে আক্রান্তের সংখ্যাটা যত কমে সম্ভব ধরে রাখতে।