ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কায় আধিকারিকদের ছুটি বাতিল, স্কুল-কলেজে আগাম ছুটির ঘোষণা

Last Updated:
1/5
রোসিটা বা ইয়ুটু ধেয়ে আসছে ফিলিপিনসের উত্তরাংশে। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবারেই লুজোন প্রদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে এই টাইফুন। একই টাইফুনের জেরে উত্তর আমেরিকার মারিয়ানা দ্বীপ গত সপ্তাহেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । (Reuters)
রোসিটা বা ইয়ুটু ধেয়ে আসছে ফিলিপিনসের উত্তরাংশে। আবহাওয়া দফতর জানিয়েছে মঙ্গলবারেই লুজোন প্রদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে এই টাইফুন। একই টাইফুনের জেরে উত্তর আমেরিকার মারিয়ানা দ্বীপ গত সপ্তাহেই বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে । (Reuters)
advertisement
2/5
ইতিমধ্যেই বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ আরম্ভ হয়েছে । ইসাবেলা ও কাগায়ান প্রদেশের বাসিন্দাদেরও ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে । পার্বত্য অঞ্চল কর্ডিলেরা অঞ্চলেও ভূমিধ্বসের সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । (Reuters)
ইতিমধ্যেই বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ আরম্ভ হয়েছে । ইসাবেলা ও কাগায়ান প্রদেশের বাসিন্দাদেরও ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে । পার্বত্য অঞ্চল কর্ডিলেরা অঞ্চলেও ভূমিধ্বসের সম্ভাবনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে । (Reuters)
advertisement
3/5
উত্তর লুজোন প্রদেশের সর্বাধিক এলাকায় জারি হয়েছে সিগনাল ৩ সতর্কীকরণ । ২৮টি অঞ্চলে আগেই জারি করা হয়েছিল দুর্যোগের পূর্বাভাস । পাঁচটি রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ । মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা । বন্ধ রয়েছে নৌকা-চলাচল । (Reuters)
উত্তর লুজোন প্রদেশের সর্বাধিক এলাকায় জারি হয়েছে সিগনাল ৩ সতর্কীকরণ । ২৮টি অঞ্চলে আগেই জারি করা হয়েছিল দুর্যোগের পূর্বাভাস । পাঁচটি রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ । মৎস্যজীবিদের সমুদ্রে যাওয়ার উপর জারি হয়েছে নিষেধাজ্ঞা । বন্ধ রয়েছে নৌকা-চলাচল । (Reuters)
advertisement
4/5
ইয়ুটুকে ইতিমধ্যে ক্যাটেগরি ৩ ঝড়ের আখ্যা দেওয়া হয়েছে । লুজোন প্রদেশ থেকে ৪২০ কিলোমিটার দূর থেকে ধেয়ে আসছে এই টাইফুন। লুজোন ফিলিপিনসের বৃহত্তম দ্বীপপুঞ্জ । (Reuters)
ইয়ুটুকে ইতিমধ্যে ক্যাটেগরি ৩ ঝড়ের আখ্যা দেওয়া হয়েছে । লুজোন প্রদেশ থেকে ৪২০ কিলোমিটার দূর থেকে ধেয়ে আসছে এই টাইফুন। লুজোন ফিলিপিনসের বৃহত্তম দ্বীপপুঞ্জ । (Reuters)
advertisement
5/5
দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সরকারি আধিকারিকদের ছুটিও আপাতত মুলতুবি রাখা হয়েছে। মাংকুট টাইফুনের পর আবার টাইফুনের আতঙ্কে কাঁপছে ফিলিপিনস । (Reuters)
দেশজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সরকারি আধিকারিকদের ছুটিও আপাতত মুলতুবি রাখা হয়েছে। মাংকুট টাইফুনের পর আবার টাইফুনের আতঙ্কে কাঁপছে ফিলিপিনস । (Reuters)
advertisement
advertisement
advertisement