Typhoon Saola: এমন তাণ্ডবলীলা পৃথিবী দেখেনি, দু’টি কেন্দ্র নিয়ে সুপার টাইফুন সাওলার তাণ্ডব, গতি ২০০ কিমি ঘণ্টায়

Last Updated:
Typhoon Saola: বিজ্ঞানীরাও চমকে গিয়েছেন এই ঝড়ের গতিপথ দেখে৷ ঝড়ের নাম সাওলা৷
1/6
বিজ্ঞানীরাও চমকে গিয়েছেন এই ঝড়ের গতিপথ দেখে৷ ঝড়ের নাম সাওলা৷ ভিয়েতনামের এক প্রাণীর নাম অনুসারে এই ঝড়ের নামকরণ করা হয়েছে৷ আর এই ঝড়কেই ‘সুপার টাইফুন’ তকমা দিয়েছেন বিজ্ঞানীরা৷ প্রায় ৯ লক্ষ মানুষের উপর প্রভাব ফেলতে চলেছে এই ঝড়৷
বিজ্ঞানীরাও চমকে গিয়েছেন এই ঝড়ের গতিপথ দেখে৷ ঝড়ের নাম সাওলা৷ ভিয়েতনামের এক প্রাণীর নাম অনুসারে এই ঝড়ের নামকরণ করা হয়েছে৷ আর এই ঝড়কেই ‘সুপার টাইফুন’ তকমা দিয়েছেন বিজ্ঞানীরা৷ প্রায় ৯ লক্ষ মানুষের উপর প্রভাব ফেলতে চলেছে এই ঝড়৷
advertisement
2/6
কোথাও কোথাও এই ঝড়ের গতি পৌঁছে গিয়েছে ৯৯ মাইল প্রতি ঘণ্টায়, অর্থাৎ প্রায় ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ঝড়ের ‘ডবল আইওয়াল’ রয়েছে৷ এর আগে আমেরিকার ঝড়ে এমন বৈশিষ্ট্য দেখা যায়৷
কোথাও কোথাও এই ঝড়ের গতি পৌঁছে গিয়েছে ৯৯ মাইল প্রতি ঘণ্টায়, অর্থাৎ প্রায় ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ঝড়ের ‘ডবল আইওয়াল’ রয়েছে৷ এর আগে আমেরিকার ঝড়ে এমন বৈশিষ্ট্য দেখা যায়৷
advertisement
3/6
‘আই ওয়াল’ বিষয়টি কী? বলা হয়, এটি আসলে মেঘের পুরু আস্তরণ৷ যা ঝড়ের কেন্দ্রের দিকে থাকে৷ ট্রপিক্যাল সাইক্লোনের কেন্দ্রে মেঘের এই আস্তরণ থাকে৷ সেখানে হাওয়ার গতি থাকে সবথেকে বেশি৷ সেই কারণেই এই ঝড়ের তীব্রতা বেশি হয়৷
‘আই ওয়াল’ বিষয়টি কী? বলা হয়, এটি আসলে মেঘের পুরু আস্তরণ৷ যা ঝড়ের কেন্দ্রের দিকে থাকে৷ ট্রপিক্যাল সাইক্লোনের কেন্দ্রে মেঘের এই আস্তরণ থাকে৷ সেখানে হাওয়ার গতি থাকে সবথেকে বেশি৷ সেই কারণেই এই ঝড়ের তীব্রতা বেশি হয়৷
advertisement
4/6
ইতিমধ্যে, শুক্রবার সকালে দক্ষিণ চিনে এই ঝড় আছড়ে পড়েছে৷ গুয়ানদং প্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় তাণ্ডব দেখিয়েছে৷ এই ঝড়ের দাপটে শেনযেন, হংকং ও ম্যাকাউয়ে ইতিমধ্যে ঝড়ের দাপটে একজনের মৃত্যু হয়েছে৷ এই ঝড়ের ল্যান্ডফলের পর ধীরে ধীরে এর গতি কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা৷
ইতিমধ্যে, শুক্রবার সকালে দক্ষিণ চিনে এই ঝড় আছড়ে পড়েছে৷ গুয়ানদং প্রদেশের বিভিন্ন অঞ্চলে এই ঝড় তাণ্ডব দেখিয়েছে৷ এই ঝড়ের দাপটে শেনযেন, হংকং ও ম্যাকাউয়ে ইতিমধ্যে ঝড়ের দাপটে একজনের মৃত্যু হয়েছে৷ এই ঝড়ের ল্যান্ডফলের পর ধীরে ধীরে এর গতি কমবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা৷
advertisement
5/6
কোথাও কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা৷ একশোর বেশি বিমান বাতিল করা হয়েছে৷ কারণ কোথাও কোথাও ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে হয়েছে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার৷
কোথাও কোথাও বন্ধ করে দেওয়া হয়েছে বিমান পরিষেবা৷ একশোর বেশি বিমান বাতিল করা হয়েছে৷ কারণ কোথাও কোথাও ঝড়ের গতি বৃদ্ধি পেয়ে হয়েছে ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার৷
advertisement
6/6
তবে শক্তি কমে গেলেও এই ঝড়ের প্রভাব চলতেই থাকবে চিনের এই প্রদেশগুলিতে৷ শনিবার সকাল থেকেও কোথাও কোথাও জারি থাকবে লাল সতর্কতা৷ এর ফলে কোথাও কোথাও প্লাবন দেখা দিতে পারে৷
তবে শক্তি কমে গেলেও এই ঝড়ের প্রভাব চলতেই থাকবে চিনের এই প্রদেশগুলিতে৷ শনিবার সকাল থেকেও কোথাও কোথাও জারি থাকবে লাল সতর্কতা৷ এর ফলে কোথাও কোথাও প্লাবন দেখা দিতে পারে৷
advertisement
advertisement
advertisement