ভিতরেই ব্লাড ব্যাঙ্ক থেকে অফিস, পরমাণু হামলাতেও সক্ষম, বিশ্বের কোনও রাডারে ধরা পড়বে না এয়ার ফোর্স ওয়ান, দেখে নিন কেমন ট্রাম্পের বিমান

Last Updated:
মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয় এয়ার ফোর্স ওয়ান৷ বলা হয় বিশ্বের সবথেকে সুরক্ষিত বিমান ৷
1/12
আসছেন ডোনাল্ড ট্রাম্প। আর চব্বিশ ঘণ্টার মধ্যেই, ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান। এয়ার ফোর্স ওয়ান। যেন উড়ন্ত হোয়াইট হাউস। কী থাকে এয়ার ফোর্স ওয়ানে? কোথায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ? দেখে নিন
আসছেন ডোনাল্ড ট্রাম্প। আর চব্বিশ ঘণ্টার মধ্যেই, ভারতের মাটি ছোঁবে মার্কিন প্রেসিডেন্টের বিমান এয়ার ফোর্স ওয়ান। এয়ার ফোর্স ওয়ান। যেন উড়ন্ত হোয়াইট হাউস। কী থাকে এয়ার ফোর্স ওয়ানে? কোথায় বসেন মার্কিন প্রেসিডেন্ট ? দেখে নিন
advertisement
2/12
এয়ার ফোর্স ওয়ান,বিশেষভাবে তৈরি বোয়িং ৭৪৭ বিমান ৷ মার্কিন প্রেসিডেন্ট সফর করেন এই বোয়িং ৭৪৭ বিমানে ৷ মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয় ৷ বিমানে সর্বোচ্চ সুরক্ষা বলয়
এয়ার ফোর্স ওয়ান,বিশেষভাবে তৈরি বোয়িং ৭৪৭ বিমান ৷ মার্কিন প্রেসিডেন্ট সফর করেন এই বোয়িং ৭৪৭ বিমানে ৷ মার্কিন প্রেসিডেন্টের জন্য বিশেষভাবে তৈরি করা হয় ৷ বিমানে সর্বোচ্চ সুরক্ষা বলয়
advertisement
3/12
দৈর্ঘ্য- ২৩১ ফুট ১০ ইঞ্চি, উচ্চতা-৬৩ ফুট, বিমানের ডানা-১৯৫ ফুট ৮ ইঞ্চি ৷ ৪ টি উচ্চক্ষমতার জেট ইঞ্জিনে চলে এই বিমান
দৈর্ঘ্য- ২৩১ ফুট ১০ ইঞ্চি, উচ্চতা-৬৩ ফুট, বিমানের ডানা-১৯৫ ফুট ৮ ইঞ্চি ৷ ৪ টি উচ্চক্ষমতার জেট ইঞ্জিনে চলে এই বিমান
advertisement
4/12
মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি এই বিমানের গতি-ঘণ্টায় ৬৩০ মাইল ৷ একটানা যেতে পারে ১৪,৮০০ কিলোমিটার ৷
মার্কিন প্রেসিডেন্টের জন্য তৈরি এই বিমানের গতি-ঘণ্টায় ৬৩০ মাইল ৷ একটানা যেতে পারে ১৪,৮০০ কিলোমিটার ৷
advertisement
5/12
এই বিমানে মার্কিন প্রেসিডেন্টের জন্য রয়েছে আলাদা এন্ট্রি গেট ৷ বিমানেই মার্কিন প্রেসিডেন্টের থাকার ব্যবস্থা
এই বিমানে মার্কিন প্রেসিডেন্টের জন্য রয়েছে আলাদা এন্ট্রি গেট ৷ বিমানেই মার্কিন প্রেসিডেন্টের থাকার ব্যবস্থা
advertisement
6/12
এয়ার ফোর্স ওয়ানের ভিতরেই প্রেসিডেন্সিয়াল স্যুইট, ড্রেসিং রুম, জিম
এয়ার ফোর্স ওয়ানের ভিতরেই প্রেসিডেন্সিয়াল স্যুইট, ড্রেসিং রুম, জিম
advertisement
7/12
 এয়ার ফোর্স ওয়ানের ভিতরের ডাইনিং কাম কিচেন ৷ রয়েছে মিনি হাসপাতালও ৷
এয়ার ফোর্স ওয়ানের ভিতরের ডাইনিং কাম কিচেন ৷ রয়েছে মিনি হাসপাতালও ৷
advertisement
8/12
বিমানের ভিতরে সাজানো গোছা নো প্রেসিডেন্টের অফিস ৷ প্রেসিডেন্টের অফিস থেকেই পরমাণু হামলা করা সম্ভব ৷
বিমানের ভিতরে সাজানো গোছা নো প্রেসিডেন্টের অফিস ৷ প্রেসিডেন্টের অফিস থেকেই পরমাণু হামলা করা সম্ভব ৷
advertisement
9/12
এয়ার ফোর্স ওয়ানে আলাদা করে রয়েছে নিরাপত্তা কর্মীদের বসার জায়গা ৷ সাংবাদিকদের বসার জায়গা ৷
এয়ার ফোর্স ওয়ানে আলাদা করে রয়েছে নিরাপত্তা কর্মীদের বসার জায়গা ৷ সাংবাদিকদের বসার জায়গা ৷
advertisement
10/12
 অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা ৷ ক্রু লাউঞ্জ, কমিউনিকেশন রুম ৷
অতিথিদের জন্য বিশেষ ব্যবস্থা ৷ ক্রু লাউঞ্জ, কমিউনিকেশন রুম ৷
advertisement
11/12
এছাড়াও এই বিমানের সব জানালা বুলেটপ্রুফ ৷ রয়েছে মাঝ আকাশে রিফুয়েলিং ব্যবস্থা ৷
এছাড়াও এই বিমানের সব জানালা বুলেটপ্রুফ ৷ রয়েছে মাঝ আকাশে রিফুয়েলিং ব্যবস্থা ৷
advertisement
12/12
বিশেষভাবে তৈরি বোয়িং ৭৪৭ বিমান ৷ পরমাণু হামলা নিরোধক ৷ বিমানের গতিবিধি রেডারে ধরা যায় না ৷ কোনও কোনও লক্ষ্যভেদী মিসাইল বিমানের নাগাল পাবে না ৷
বিশেষভাবে তৈরি বোয়িং ৭৪৭ বিমান ৷ পরমাণু হামলা নিরোধক ৷ বিমানের গতিবিধি রেডারে ধরা যায় না ৷ কোনও কোনও লক্ষ্যভেদী মিসাইল বিমানের নাগাল পাবে না ৷
advertisement
advertisement
advertisement