Tornado: সর্বনাশা ‘টর্নেডো’-র ধাক্কায় ছারখার সব, মরণ কামড়ে প্রাণ গেল ৫ জনের, আহত ৩৫
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Tornado: টর্নেডো আকৃতিতে ছোট হলেও এর মারণ ক্ষমতা খুব একটা কম নয়৷ ক্রান্তীয় অঞ্চলে এই ঝড়ের প্রভাব তেমন দেখা যায় না৷ দেখা যায় আমেরিকার উপকূলে৷
advertisement
advertisement
advertisement
এই শহরটিতে মোট ২ হাজার মানুষের বাস৷ সকলেই নানা ভাবে কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন৷ স্থানীয়রা বলেছেন, শক্তি তৈরির জন্য বিশেষ হাওয়া টারবাইন থাকে৷ সেগুলিকেও উপড়ে ফেলেছে এই মারাত্মক ঝড়৷ এই ঝড়ের কারণে, সেই স্থানীয় হাওয়া অফিসের তরফ থেকে টেক্সাসে তীব্র ঝড়, হড়পা বানের সতর্কতাও দেওয়া হয়েছে৷ (ছবি -এপি)
advertisement