সামনে গভীর সংকট ! তীব্র জল সংকটের মুখোমুখি ১০ বড় শহর

Last Updated:
1/11
দুনিয়া জুড়ে ক্রমশ প্রকট হচ্ছে জল সংকট । বিশেষজ্ঞদের মতে কয়েক বছরের মধ্যে চরম আকার ধারণ করতে পারে জল সংকট । বিশ্ব জুড়ে এমন দশ শহরের কথা জেনে নিন যেখানে জল সংকট ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে ।
দুনিয়া জুড়ে ক্রমশ প্রকট হচ্ছে জল সংকট । বিশেষজ্ঞদের মতে কয়েক বছরের মধ্যে চরম আকার ধারণ করতে পারে জল সংকট । বিশ্ব জুড়ে এমন দশ শহরের কথা জেনে নিন যেখানে জল সংকট ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে ।
advertisement
2/11
সাও পাওলো-ব্রাজিলের সাও পাওলো বিশ্বের অন্যতম জনবসতিপূর্ণ শহর । ভূগর্ভস্থ জলস্তর এখানে এতটাই কমে গিয়েছে এখানকার বাসিন্দারা মাসে ২০ দিনের বেশি জল পান না। জলের ট্যাঙ্ক রক্ষা করার জন্য রয়েছে বিশেষ পুলিশবাহিনীও ।
সাও পাওলো-ব্রাজিলের সাও পাওলো বিশ্বের অন্যতম জনবসতিপূর্ণ শহর । ভূগর্ভস্থ জলস্তর এখানে এতটাই কমে গিয়েছে এখানকার বাসিন্দারা মাসে ২০ দিনের বেশি জল পান না। জলের ট্যাঙ্ক রক্ষা করার জন্য রয়েছে বিশেষ পুলিশবাহিনীও ।
advertisement
3/11
বেঙ্গালুরু- চেন্নাইয়ের পর দক্ষিণের এই শহরে জল সংকট তীব্র আকার ধারণ করেছে । খারাপ  পাইপিং ব্যবস্থার জন্য বিপুল পরিমাণ জল অপচয় হয়। বেঙ্গালুরুর প্রায় প্রত্যেকটি হ্রদই প্রবল দূষিত।
বেঙ্গালুরু- চেন্নাইয়ের পর দক্ষিণের এই শহরে জল সংকট তীব্র আকার ধারণ করেছে । খারাপ পাইপিং ব্যবস্থার জন্য বিপুল পরিমাণ জল অপচয় হয়। বেঙ্গালুরুর প্রায় প্রত্যেকটি হ্রদই প্রবল দূষিত।
advertisement
4/11
কায়রো-মিশরের এই শহরে জল সংকট ভয়াবহ । নীল নদ থেকে জল সরবরাহ হলেও সঠিক ব্যবস্থার অভাব ও জনসংখ্যা বৃদ্ধির জেরে জল দূষিত হয়ে পড়েছে । রাষ্ট্রপুঞ্জের মতে ২০২৫ এ সমগ্র মিশরেই জল সংকটের সম্ভাবনা রয়েছে ।
কায়রো-মিশরের এই শহরে জল সংকট ভয়াবহ । নীল নদ থেকে জল সরবরাহ হলেও সঠিক ব্যবস্থার অভাব ও জনসংখ্যা বৃদ্ধির জেরে জল দূষিত হয়ে পড়েছে । রাষ্ট্রপুঞ্জের মতে ২০২৫ এ সমগ্র মিশরেই জল সংকটের সম্ভাবনা রয়েছে ।
advertisement
5/11
টোকিয়ো-জাপানের রাজধানী ও বাণিজ্যিক শহর জল সংরক্ষণ নিয়ে প্রবল সংকটের সম্মুখীন । রেনওয়াটার হারভেস্টিংয়ের কোনও ব্যবস্থা না থাকায় এখানে বরফগলা জলের উপর নির্ভর করেন বাসিন্দারা । বছরে মাত্র ৪ মাস জল থাকে এই শহরে।
টোকিয়ো-জাপানের রাজধানী ও বাণিজ্যিক শহর জল সংরক্ষণ নিয়ে প্রবল সংকটের সম্মুখীন । রেনওয়াটার হারভেস্টিংয়ের কোনও ব্যবস্থা না থাকায় এখানে বরফগলা জলের উপর নির্ভর করেন বাসিন্দারা । বছরে মাত্র ৪ মাস জল থাকে এই শহরে।
advertisement
6/11
মেক্সিকো-২.১ মিলিয়ন জনবিস্ফোরণের জেরে ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়েছে অনেকটাই । সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টা জল থাকে ।  পাইপ ব্যবস্থাও অত্যন্ত শোচনীয় ।
মেক্সিকো-২.১ মিলিয়ন জনবিস্ফোরণের জেরে ভূগর্ভস্থ জলস্তর নেমে গিয়েছে অনেকটাই । সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টা জল থাকে । পাইপ ব্যবস্থাও অত্যন্ত শোচনীয় ।
advertisement
7/11
জাকার্তা-ইন্দোনেশিয়ার রাজধানী জল সংকটের চরম সীমায় দাঁড়িয়ে । সঠিক পাইপ ব্যবস্থা না থাকায় যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জলস্তর ব্যবহার করা হচ্ছে । নেই রেনওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থাও ।
জাকার্তা-ইন্দোনেশিয়ার রাজধানী জল সংকটের চরম সীমায় দাঁড়িয়ে । সঠিক পাইপ ব্যবস্থা না থাকায় যথেচ্ছভাবে ভূগর্ভস্থ জলস্তর ব্যবহার করা হচ্ছে । নেই রেনওয়াটার হারভেস্টিংয়ের ব্যবস্থাও ।
advertisement
8/11
মস্কো-রাশিয়ার মিষ্টি জলের পরিমাণ অবাধ হলেও দ্রুত শিল্পায়নের জেরে, প্রায় ৭০% জনসংখ্যা ভূগর্ভস্থ জলস্তরের উপর নির্ভর করে থাকেন । ফলে ক্রমশ অবনতি হচ্ছে পানীয় জলের মানের ।
মস্কো-রাশিয়ার মিষ্টি জলের পরিমাণ অবাধ হলেও দ্রুত শিল্পায়নের জেরে, প্রায় ৭০% জনসংখ্যা ভূগর্ভস্থ জলস্তরের উপর নির্ভর করে থাকেন । ফলে ক্রমশ অবনতি হচ্ছে পানীয় জলের মানের ।
advertisement
9/11
ইস্তানবুল-তুরস্কের রাজধানীতে জল সংকট মারাত্মক । ২০৩০ এর মধ্যে আরও খারাপ হতে পারে পরিস্থিতি ।
ইস্তানবুল-তুরস্কের রাজধানীতে জল সংকট মারাত্মক । ২০৩০ এর মধ্যে আরও খারাপ হতে পারে পরিস্থিতি ।
advertisement
10/11
লন্ডন-ব্রিটেনের রাজধানীতে প্রবল বৃষ্টিপাত হলেও নেই রেনওয়াটার হারভেস্টিংয়ের কোনও ব্যবস্থা । পাইপ মেরামতির অভাবে জল অপচয়ও হয় বিপুল । ফলে আগামী কয়েক বছরেই জল সংকট প্রবল হতে পারে এই শহরে ।
লন্ডন-ব্রিটেনের রাজধানীতে প্রবল বৃষ্টিপাত হলেও নেই রেনওয়াটার হারভেস্টিংয়ের কোনও ব্যবস্থা । পাইপ মেরামতির অভাবে জল অপচয়ও হয় বিপুল । ফলে আগামী কয়েক বছরেই জল সংকট প্রবল হতে পারে এই শহরে ।
advertisement
11/11
মিয়ামি-আমেরিকার এই শহরে প্রচুর বৃষ্টি হয় কিন্তু নেই সঠিক সরবরাহ ব্যবস্থা । আটলান্টিক সাগরের লবণাক্ত জলের সঙ্গে মিশছে পানীয় জল ফলে সমস্যা ক্রমশ গুরুতর হচ্ছে ।
মিয়ামি-আমেরিকার এই শহরে প্রচুর বৃষ্টি হয় কিন্তু নেই সঠিক সরবরাহ ব্যবস্থা । আটলান্টিক সাগরের লবণাক্ত জলের সঙ্গে মিশছে পানীয় জল ফলে সমস্যা ক্রমশ গুরুতর হচ্ছে ।
advertisement
advertisement
advertisement