Coronavirus| মহাকাশ থেকে কেমন করোনা আক্রান্ত পৃথিবী? ৩ মহাকাশচারি ফিরছেন বদলে যাওয়া গ্রহে
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
তাঁদের ভাবাচ্ছে একটাই বিষয়, করোনা৷ মাস ৯ আগে তাঁরা যখন মহাকাশ গিয়েছিলেন, তখন পৃথিবী সুস্থ৷ করোনা নেই৷ লকডাউন নেই৷ আর্থিক মন্দা নেই৷ মহাকাশচারি অ্যান্ড্রু মর্গ্যান পৃথিবীর মহামারির খোঁজ নেওয়া শুরু করে দিয়েছেন৷ তিনি বার্তা পাঠিয়েছেন, ৯ মাসের এই মিশন তো শেষ৷ এ বার তো ফিরতে হবে৷
advertisement
advertisement
advertisement
মর্গ্যান নিজে পেশায় ডাক্তার৷ এই মুহূর্তে স্বাস্থ্যে জরুরি অবস্থায় তিনি কোনও কাজে লাগতে পারছেন না বলে একটু অপরাধবোধও কাজ করছে তাঁর৷ মেইরের চিন্তা, এতদিন পরে ফিরেও পরিবার, বন্ধুদের সঙ্গে একটু আলিঙ্গন করতে পারবেন না৷ তাঁর কথায়, 'পৃথিবীতে ফিরে তো আইসোলেশনে থাকতে হবে৷ মহাকাশে যে একাকিত্বটা অনুভব করিনি, পৃথিবীতে ফিরে তা অনুভব করব৷'
advertisement
advertisement