Water Crisis: তেষ্টায় গলা ফাটবে...জল শূন্য হয়ে যাবে পৃথিবীর এই দেশের রাজধানী! হাতে সময় আর ক’টা মাত্র বছর

Last Updated:
আগামী দশকের শুরুতে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে শেষ হয়ে যেতে পারে আমাদের খুব কাছের এক দেশের রাজধানীর পানীয় জলের সঞ্চয়।
1/8
 ক্রমেই ফুরিয়ে আসছে পানীয়জল, এই বিষয়ে বহুবার সতর্ক করছেন বিজ্ঞানীরাও।
ক্রমেই ফুরিয়ে আসছে পানীয়জল, এই বিষয়ে বহুবার সতর্ক করছেন বিজ্ঞানীরাও।
advertisement
2/8
 আগামী দশকের শুরুতে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে শেষ হয়ে যেতে পারে আমাদের খুব কাছের এক দেশের রাজধানীর পানীয় জলের সঞ্চয়। পানীয় জলের জন্য দেখা দিতে পারে হাহাকার।
আগামী দশকের শুরুতে অর্থাৎ ২০৩০ সালের মধ্যে শেষ হয়ে যেতে পারে আমাদের খুব কাছের এক দেশের রাজধানীর পানীয় জলের সঞ্চয়। পানীয় জলের জন্য দেখা দিতে পারে হাহাকার।
advertisement
3/8
 একটি অলাভজনক সংস্থা মেরি কর্পসের কথা ধরা হয়, তবে আফগানিস্তানের কাবুলই হবে বিশ্বের প্রথম আধুনিক রাজধানী যেখানে পানীয় জল ফুরিয়ে যেতে চলেছে।
একটি অলাভজনক সংস্থা মেরি কর্পসের কথা ধরা হয়, তবে আফগানিস্তানের কাবুলই হবে বিশ্বের প্রথম আধুনিক রাজধানী যেখানে পানীয় জল ফুরিয়ে যেতে চলেছে।
advertisement
4/8
 কেন এমন আভাস? মূলত, জলবায়ু পরিবর্তন এবং চলতি নানান সমস্যার দরুন এই সমস্যা আরও প্রবল হবে।<br />ওই রিপোর্টে উঠে এসেছে কাবুলের ভূগর্ভস্থ জলস্তর ২৫-৩০ মিটার নিচে নেমে গিয়েছে।
কেন এমন আভাস? মূলত, জলবায়ু পরিবর্তন এবং চলতি নানান সমস্যার দরুন এই সমস্যা আরও প্রবল হবে।ওই রিপোর্টে উঠে এসেছে কাবুলের ভূগর্ভস্থ জলস্তর ২৫-৩০ মিটার নিচে নেমে গিয়েছে।
advertisement
5/8
মে মাসের প্রচণ্ড গরমে নাজেহাল অবস্থা সকলের। বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও গরম থেকে স্বস্তি নেই। অনেকেই এই সময় এসি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন। তবে বহু মানুষের ক্ষেত্রে এসি কেনার থেকেও এসি চালিয়ে ইলেকট্রিক বিল কত আসবে, তা নিয়ে চিন্তা বেশি। আর সেই চিন্তা স্বাভাবিক। এমন পরিস্থিতিতে আজ আমরা আপনাদের জানাব, এসি না চালিয়েও কীভাবে ঘর ঠান্ডা করার ব্যবস্থা করতে পারবেন!
একইসঙ্গে বেড়েছে জল অবৈজ্ঞানিকভাবে ব্যবহারের প্রবণতা। ৪৪ মিলিয়ন কিউবিক মিটার ব্যবহার করা হয়েছে পানীয় জল। ফলে আগামী ২০৩০-এর মধ্যেই শুকিয়ে যেতে চলেছে কাবুল।
advertisement
6/8
হাঁসফাঁস গরমে গ্রাম্য পরিবেশে ওয়েটার পার্কের নতুন ঠিকানা বসিরহাটের শঙ্করপুরে। একদিকে গ্রাম বাংলার মিঠে হাওয়া, মাটির বাড়ি, সবুজ শ্যামল ফসল অপরদিকে তীব্র গরমে স্বস্তি পেতে আছে ওয়াটার পার্কের সুবিধাও। (জুলফিকার মোল্যা)
মেরি কর্পসের ডিরেক্টর ড্যানি কারি বলেন, "জলের সংকট দেখা দিলে মানুষ এলাকা ছেড়ে চলে যাবেন। গণহারে এই স্থান পরিত্যাগ আফগানিস্তানের জন্য সমস্যার সৃষ্টি করবে।"
advertisement
7/8
 একইসঙ্গে এই গবেষণায় উঠে এসেছে কাবুলের জনবিস্ফোরণ। ২০০১ সাল থেকে ধীরে ধীরে অনেকটাই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কাবুলে।
একইসঙ্গে এই গবেষণায় উঠে এসেছে কাবুলের জনবিস্ফোরণ। ২০০১ সাল থেকে ধীরে ধীরে অনেকটাই জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে কাবুলে।
advertisement
8/8
 এছাড়াও, বৃষ্টি পর্যাপ্ত না হওয়াও জল শেষ হওয়ার অন্যতম কারণ। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই এলাকায় মাত্র ৪৫-৬০% বৃষ্টি হয়েছে।
এছাড়াও, বৃষ্টি পর্যাপ্ত না হওয়াও জল শেষ হওয়ার অন্যতম কারণ। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত ওই এলাকায় মাত্র ৪৫-৬০% বৃষ্টি হয়েছে।
advertisement
advertisement
advertisement