এক প্যাকেট পাউরুটি লক্ষ টাকা ! প্রতি ২৫ ঘণ্টায় অগ্নিমূল্য জিনিসপত্রের দাম
Last Updated:
advertisement
সাধারণ মানুষ ঝুড়িতে করে টাকা পয়সা নিয়ে গিয়ে কেনাকাটা করতে যান শুধু এটাই নয় ৷ জিম্বাওয়ের মানুষেরা রোদে টাকা মেল দিতেন ৷ আগে রাস্তায় দাঁড়িয়ে এই দৃশ্য প্রায়শ্চয়ই দেখা যেত ৷ বিশ্বব্যাঙ্ক সূত্রে খবর বর্তমানে জিম্বাওয়ের ইতিহাসে দ্বিতীয় সব থেকে বেশি জিনিসপত্রের দাম বেড়েছে অগ্নিমূল্য হয়েছে সবই ৷ প্রতীকী ছবি ৷ প্রতি ২৫ ঘণ্টায় বাড়ছে জিনিসপত্রের দাম হচ্ছে দ্বিগুণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
১৯৮০ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ৷ জিম্বাওয়ের মুদ্র জিম্বাওয়ান ডলার ছিল ৷ এর আগে এই দেশের মুদ্রা রোডেশিয়ান ডলার ছিল ৷ বর্তমানে জিম্বাওয়েতে বিশ্বের বেশ কয়েকটি দেশের মুদ্রা ব্যবহৃত হয়ে থাকে, যেমন আফ্রিকার রেন্ড, জাপানেয় যেন, চাইনিজ ইউয়ান, অস্ট্রেলীয় ও আমেরিকার ডলার ৷ এছাড়াও ভারতীয় মুদ্রা টাকার ও ব্যবহার রয়েছে ৷ এখানে বাজারের মূল্য অত্যন্ত হওয়ায় লক্ষ টাকার বিনিময়ে মাত্র এক প্যাকেট পাউরুটি কিনতে পারা যেত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement
advertisement