IN PICS: গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধারকার্য চলছে, মিনি-সাবমেরিন পাঠাচ্ছেন ইলন মাস্ক

Last Updated:
1/14
উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় শুরু হয়েছে উদ্ধারকার্য । রবিবার গুহার ভেতরে আটকে থাকা থাই ফুটবল দলের চারজন কিশোরকে উদ্ধার করা হয়েছে । (Image: AP)
উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় শুরু হয়েছে উদ্ধারকার্য । রবিবার গুহার ভেতরে আটকে থাকা থাই ফুটবল দলের চারজন কিশোরকে উদ্ধার করা হয়েছে । (Image: AP)
advertisement
2/14
মৃত‍্যুর মুখ থেকে উদ্ধার। থাইল‍্যান্ডের গুহায় আটকে থাকা তেরোজনের মধ‍্যে চার জনকে উদ্ধার করা হল রবিবার। বাকিদের বের করতে সোমবার সকাল থেকে ফের শুরু উদ্ধারকাজ।  (Image: AP)
মৃত‍্যুর মুখ থেকে উদ্ধার। থাইল‍্যান্ডের গুহায় আটকে থাকা তেরোজনের মধ‍্যে চার জনকে উদ্ধার করা হল রবিবার। বাকিদের বের করতে সোমবার সকাল থেকে ফের শুরু উদ্ধারকাজ। (Image: AP)
advertisement
3/14
উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। রবিবার থেকে শুরু হয় উদ্ধার কাজ। (Image: AP)
উত্তর থাইল্যান্ডের থাম লুয়াং গুহায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। রবিবার থেকে শুরু হয় উদ্ধার কাজ। (Image: AP)
advertisement
4/14
তাইল‍্যান্ডের দীর্ঘতম গুহা থাম লুয়াং ন‍্যাং-এ ২৩ জুন থেকে জীবনমৃত‍্যুর মাঝে দাঁড়িয়ে ১২ জন কিশোর ফুটবলার। সঙ্গে তাঁদের বছর তেইশের কোচ। (Image: AP)
তাইল‍্যান্ডের দীর্ঘতম গুহা থাম লুয়াং ন‍্যাং-এ ২৩ জুন থেকে জীবনমৃত‍্যুর মাঝে দাঁড়িয়ে ১২ জন কিশোর ফুটবলার। সঙ্গে তাঁদের বছর তেইশের কোচ। (Image: AP)
advertisement
5/14
বিশেষজ্ঞ ডুবুরিদের তত্ত্বাবধানে প্রায় ৪ কিলোমিটার প্যাসেজ পার করে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই চার কিশোরকে। (image: AP)
বিশেষজ্ঞ ডুবুরিদের তত্ত্বাবধানে প্রায় ৪ কিলোমিটার প্যাসেজ পার করে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করার পর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই চার কিশোরকে। (image: AP)
advertisement
6/14
কাদা মেশানো জলে ডুবসাঁতার দিয়ে যেতে হয়েছে প্রায় ৪ কিলোমিটার রাস্তা।  সময় লেগেছে প্রায় ৬ ঘণ্টা, একেক জন কিশোরের জন‍্য গুহায় ঢোকেন ২ জন করে উদ্ধারকারী (Image: AP)
কাদা মেশানো জলে ডুবসাঁতার দিয়ে যেতে হয়েছে প্রায় ৪ কিলোমিটার রাস্তা। সময় লেগেছে প্রায় ৬ ঘণ্টা, একেক জন কিশোরের জন‍্য গুহায় ঢোকেন ২ জন করে উদ্ধারকারী (Image: AP)
advertisement
7/14
সামনের উদ্ধারকারীর সঙ্গে থাকছে অক্সিজেন সিলিন্ডার,  সেই অক্সিজেন সিলিন্ডারের নল লাগানো হচ্ছে আটকে পড়া কিশোরের মুখে ৷  গুহার সরু রাস্তায় কোনও কিশোর আটকে পড়লে তাঁকে উদ্ধার করার জন‍্য পিছনে ছিল স্কুবা ডাইভার (Image: AP)
সামনের উদ্ধারকারীর সঙ্গে থাকছে অক্সিজেন সিলিন্ডার, সেই অক্সিজেন সিলিন্ডারের নল লাগানো হচ্ছে আটকে পড়া কিশোরের মুখে ৷ গুহার সরু রাস্তায় কোনও কিশোর আটকে পড়লে তাঁকে উদ্ধার করার জন‍্য পিছনে ছিল স্কুবা ডাইভার (Image: AP)
advertisement
8/14
চিয়াং রাইয়ের গভর্নর জানিেয়েছেন, কিশোর ফুটবলারদের সঙ্গে তিনি দেখা করেছেন। প্রত‍্যেকেই ভাল আছে। (Image: AP)
চিয়াং রাইয়ের গভর্নর জানিেয়েছেন, কিশোর ফুটবলারদের সঙ্গে তিনি দেখা করেছেন। প্রত‍্যেকেই ভাল আছে। (Image: AP)
advertisement
9/14
 এই চারজন কিশোরের শারীরিক অবস্থা দুর্বল হওয়ার কারণে তাদের আগে উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয় ।  (Image: AP)
এই চারজন কিশোরের শারীরিক অবস্থা দুর্বল হওয়ার কারণে তাদের আগে উদ্ধার করার সিদ্ধান্ত নেওয়া হয় । (Image: AP)
advertisement
10/14
শিশুদের উদ্ধার করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেস এক্স’। সংস্থার কর্ণধার ইলন মাস্ক একটি বিশেষ সাবমেরিন তৈরি করেছেন, যার মাধ্যমে শিশুদের সহজেই বের করে নিয়ে আসা যাবে। (Image: Twitter/ Elon Musk)
শিশুদের উদ্ধার করতে এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেস এক্স’। সংস্থার কর্ণধার ইলন মাস্ক একটি বিশেষ সাবমেরিন তৈরি করেছেন, যার মাধ্যমে শিশুদের সহজেই বের করে নিয়ে আসা যাবে। (Image: Twitter/ Elon Musk)
advertisement
11/14
একটি টুইটে তিনি জানিয়েছেন ওই সাবমেরিনের সাহায্যে উদ্ধারকাজ আরও সহজ হবে । এর আগেও ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দলকে থাইল্যান্ড পাঠিয়েছিলেন তিনি । (Image: AP)
একটি টুইটে তিনি জানিয়েছেন ওই সাবমেরিনের সাহায্যে উদ্ধারকাজ আরও সহজ হবে । এর আগেও ইঞ্জিনিয়ারদের একটি বিশেষ দলকে থাইল্যান্ড পাঠিয়েছিলেন তিনি । (Image: AP)
advertisement
12/14
তাইল‍্যান্ডের নৌবাহিনীর এলিট সিলের পাশাপাশি উদ্ধারে নামেন আমেরিকা, ইংল‍্যান্ড, সুইডেনের সেনা  (image: AP)
তাইল‍্যান্ডের নৌবাহিনীর এলিট সিলের পাশাপাশি উদ্ধারে নামেন আমেরিকা, ইংল‍্যান্ড, সুইডেনের সেনা (image: AP)
advertisement
13/14
মৃত‍্যুর অন্ধকার গুহা থেকে জীবনের আলোয় ফিরিয়ে আনার লড়াই। (Image: AP)
মৃত‍্যুর অন্ধকার গুহা থেকে জীবনের আলোয় ফিরিয়ে আনার লড়াই। (Image: AP)
advertisement
14/14
এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে গুহায় জলের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। (Image: AP)
এদিকে প্রবল বৃষ্টিপাতের ফলে গুহায় জলের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। (Image: AP)
advertisement
advertisement
advertisement