পুরুষাঙ্গ ফর্সা করার ঝোঁক বাড়ছে থাইল্যান্ডে! কিন্তু কেন ?

Last Updated:
1/7
♦ গায়ের রঙ ফর্সা করার চেষ্টা এশিয়ার দেশগুলোতে নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু থাইল্যান্ডের কিছু পুরুষ যেভাবে তাদের পুরুষাঙ্গ 'ফর্সা' করার চেষ্টা করছেন, তা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, দেশটির 'বিউটি ইন্ডাষ্ট্রি' আসলে সীমা ছাড়িয়ে যাচ্ছে কিনা তা নিয়ে।
♦ গায়ের রঙ ফর্সা করার চেষ্টা এশিয়ার দেশগুলোতে নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু থাইল্যান্ডের কিছু পুরুষ যেভাবে তাদের পুরুষাঙ্গ 'ফর্সা' করার চেষ্টা করছেন, তা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, দেশটির 'বিউটি ইন্ডাষ্ট্রি' আসলে সীমা ছাড়িয়ে যাচ্ছে কিনা তা নিয়ে।
advertisement
2/7
♦ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো 'ফর্সা' বা 'উজ্জ্বল' গায়ের রঙকে কালো বা শ্যামলা রঙের চেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করা হয়। বিশেষ করে মেয়েদের বেলায় তাদের গায়ের রঙ সৌন্দর্য্যের অন্যতম মাপকাঠি বলে বিবেচিত হয়। থাইল্যান্ডেও গায়ের রঙ ফর্সা করার প্রবণতা দেখা যায় অনেক নারী-পুরুষের মধ্যে। কিন্তু 'পুরুষাঙ্গ' ফর্সা করার চেষ্টার কথা জানা গেল এই প্রথম।
♦ দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় এখনো 'ফর্সা' বা 'উজ্জ্বল' গায়ের রঙকে কালো বা শ্যামলা রঙের চেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে করা হয়। বিশেষ করে মেয়েদের বেলায় তাদের গায়ের রঙ সৌন্দর্য্যের অন্যতম মাপকাঠি বলে বিবেচিত হয়। থাইল্যান্ডেও গায়ের রঙ ফর্সা করার প্রবণতা দেখা যায় অনেক নারী-পুরুষের মধ্যে। কিন্তু 'পুরুষাঙ্গ' ফর্সা করার চেষ্টার কথা জানা গেল এই প্রথম।
advertisement
3/7
♦ একটি থাই হাসপাতাল অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছিল কীভাবে তারা পুরুষাঙ্গ ফর্সা করার কাজটি করে। এই ভাইরাল ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে মানুষের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই এ ভাবে 'লেজার রশ্মি' ব্যবহার করে পুরুষাঙ্গ 'ফর্সা' করার চেষ্টার বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছে।
♦ একটি থাই হাসপাতাল অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছিল কীভাবে তারা পুরুষাঙ্গ ফর্সা করার কাজটি করে। এই ভাইরাল ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে মানুষের সোশ্যাল মিডিয়া টাইমলাইনে। থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই এ ভাবে 'লেজার রশ্মি' ব্যবহার করে পুরুষাঙ্গ 'ফর্সা' করার চেষ্টার বিরুদ্ধে সতর্কবাণী দিয়েছে।
advertisement
4/7
 ♦ কেন এই ঝোঁক ? এই নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে সমীক্ষা চালানো হয়েছে ৷ লেজার থেরাপির মাধ্যমে পুরষাঙ্গ ফর্সা করেছেন, এমন কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে এই সমীক্ষায় ৷ সেখানে একজন বলেছেন,‘‘সুইমিং কস্টিউম পরে তিনি যখন সাঁতারে যান, তখন তিনি আরও বেশি 'আত্মবিশ্বাসী' বোধ করতে চান।’’
♦ কেন এই ঝোঁক ? এই নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরফে সমীক্ষা চালানো হয়েছে ৷ লেজার থেরাপির মাধ্যমে পুরষাঙ্গ ফর্সা করেছেন, এমন কয়েকজনের বক্তব্য নেওয়া হয়েছে এই সমীক্ষায় ৷ সেখানে একজন বলেছেন,‘‘সুইমিং কস্টিউম পরে তিনি যখন সাঁতারে যান, তখন তিনি আরও বেশি 'আত্মবিশ্বাসী' বোধ করতে চান।’’
advertisement
5/7
 ♦ এর পাশাপাশি অধিকাংশ মানুষই জানাচ্ছেন, সঙ্গিনীর কাছে নিজের ইমেজ উজ্জ্বল করতেই এই পন্থা বেছে নিচ্ছেন সকলে ৷
♦ এর পাশাপাশি অধিকাংশ মানুষই জানাচ্ছেন, সঙ্গিনীর কাছে নিজের ইমেজ উজ্জ্বল করতেই এই পন্থা বেছে নিচ্ছেন সকলে ৷
advertisement
6/7
 ♦ তিরিশ বছর বয়সী ওই ব্যক্তি দু’মাস আগে প্রথম পুরুষাঙ্গ ফর্সা করতে একটি ক্লিনিকে যান। তিনি দাবি করছেন, তার পুরুষাঙ্গটির রঙ ইতিমধ্যে নিশ্চিতভাবেই ফর্সা হতে শুরু করেছে। মূলত লেজার রশ্মি ব্যবহার করে এই কাজটি করা হয়। মানুষের ত্বকে যে মেলানিন থাকে, লেজার দিয়ে সেটি ধ্বংস করা হয়।
♦ তিরিশ বছর বয়সী ওই ব্যক্তি দু’মাস আগে প্রথম পুরুষাঙ্গ ফর্সা করতে একটি ক্লিনিকে যান। তিনি দাবি করছেন, তার পুরুষাঙ্গটির রঙ ইতিমধ্যে নিশ্চিতভাবেই ফর্সা হতে শুরু করেছে। মূলত লেজার রশ্মি ব্যবহার করে এই কাজটি করা হয়। মানুষের ত্বকে যে মেলানিন থাকে, লেজার দিয়ে সেটি ধ্বংস করা হয়।
advertisement
7/7
♦ রঙ ফর্সা করার প্রবণতা অনেক পুরনো হলেও পুরুষাঙ্গ ফর্সা করার চেষ্টার কথা এই প্রথম জানা গিয়েছে ৷  যে ক্লিনিকটি এই পুরুষাঙ্গ ফর্সা করার এই 'চিকিৎসা' দিচ্ছে, তারা ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই পদ্ধতিটি ব্যাখ্যা করেছিল। তবে এ বিষয়ে দ্বিমতও রয়েছে ৷ এই নতুন ট্রেন্ড নিয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন ৷
♦ রঙ ফর্সা করার প্রবণতা অনেক পুরনো হলেও পুরুষাঙ্গ ফর্সা করার চেষ্টার কথা এই প্রথম জানা গিয়েছে ৷ যে ক্লিনিকটি এই পুরুষাঙ্গ ফর্সা করার এই 'চিকিৎসা' দিচ্ছে, তারা ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই পদ্ধতিটি ব্যাখ্যা করেছিল। তবে এ বিষয়ে দ্বিমতও রয়েছে ৷ এই নতুন ট্রেন্ড নিয়ে চিকিৎসকরা সতর্ক করেছেন ৷
advertisement
advertisement
advertisement