Afghanistan crisis| প্রাণভয়ে দেশ ছাড়লেন সুন্দরী পপস্টার, কাতারে ঠাঁই বিজ্ঞানীদের, বিশ্বসেরা আফগানদের পরিণতি কাঁদাবে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Afghanistan crisis| কেউ গানের তালে তালে শরীর দোলান অবিশ্বাস্য ভঙ্গিতে। কেউ ড্রিবলে চোখস জুড়িয়ে দেন। বাঁচতে মরিয়া বিশ্বসেরা আফগানিদের লড়াই কখনও ভোলা যাবে না। দেখুন ছবিতে-
advertisement
মার্কিন বায়ুসেনার বিমান থেকে ঝুলন্ত অবস্থায় যে তিনজনকে নীচে পড়তে দেখা যায় তাদের একজন ছিলেন জাকি আনওয়ারি। বিমানের ল্যান্ডিং গিয়ার ধরে ঝুলে পড়েছিলেন জাকি। ভেবেছিলেন এভাবেই তালিবানি দেশ থেকে অন্য়ত্র চলে যাবেন। কিন্তু বিমান গতি বাড়াতেই তাঁর হাতের মুঠো আলগা হয়ে যায়। ১৯ বছর বয়সি এই তরুণের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।
advertisement
advertisement
advertisement
অনেক কষ্টে আফগান মেয়েরা স্বাধীনতা অর্জন করেছিল। সেই স্বাধীনতা যখন ফের প্রশ্নের মুখে উদ্বেগ চেপে রাখেননি নোবেল পুরস্কার বিজেতা মালালা ইউসুফজাই। ১৫ বছর বয়সেই পাকিস্তানি তালিবানের গুলিতে ছিন্নভিন্ন হয়েছিল মালালার শরীর। সে সময়ে তাঁর লড়াই বিশ্ব জুড়ে আজও মনে রেখেছে মানুষ। আফগানি বোনেদের জন্য উদ্বেগ মালালা চেপে রাখেননি।
advertisement