১৭ বছর বয়সী অপরাধী প্রাপ্তবয়স্ক নয়। তাই তার সাজা ঘোষণা হয়নি। তবে ৩২ বছর বয়সী যুবকের সাজা ৫১ মাস থেকে কমিয়ে ৩৬ মাস করেছেন বিচারক। সব থেকে অবাক করার মতাে ব্যাপার, বিচারক নিজেও একজন মহিলা। তিনি আরও বলেছেন, পীড়িতা ওই দুই যুবককে ইঙ্গিত করেছিলেন। তাই ওই দুজন তাঁর দিকে এগিয়ে যাওয়ার সাহস দেখায়।