Sunita Williams-Space Tourism: সুনীতারা ফিরলেন, আপনি যেতে চান মহাকাশে? কত খরচ, কে নিয়ে যায়, শরীর কেমন হতে হবে? শুনে চমকে যাবেন কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Sunita Williams-Space Tourism: আপাতত মহাকাশ পর্যটনের পালে জোর হাওয়া লেগেছে!
advertisement
advertisement
কোন কোন সংস্থা যুক্ত মহাকাশ পর্যটনের ব্যবসায়? জানা গিয়েছে যে জেফ বেজোসের (Jeff Bezos) সংস্থা ব্লু অরিজিন (Blue Origin) মহাকাশ পর্যটনের লক্ষ্যে একটি আসন নিলামে তুলেছিলেন। তবে, বেজোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী, এলন মাস্কের (Elon Musk) সংস্থা স্পেসএক্সও (SpaceX) এই ব্যাপারে কম যান না। পাশাপাশি, মহাকাশ পর্যটনের বাজারে রয়েছে ভার্জিন গ্রুপের ভার্জিন গ্যালাকটিক, যার কথা আগেই উল্লেখ করা হয়েছে।
advertisement
মহাকাশে ঘুরতে যাওয়ার শর্তাদি কী রকম?১. ব্লু অরিজিন- মহাকাশচারীর উচ্চতা ৫ ফুট থেকে ৬ ফুট ৪ ইঞ্চির মধ্যে থাকা বাঞ্ছনীয়। ওজন হতে হবে ১১০ থেকে ২৩২ পাউন্ডের মধ্যে। সংস্থা সতর্ক করে দিয়েছে যে মহাকাশে যাওয়ার সময় মাধ্যাকর্ষণের তিনগুণ বেশি চাপ সহ্য করতে হবে ২ মিনিটের জন্য। আবার, মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সময়ে কয়েক সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণের সাড়ে ৫ গুণ বেশি চাপের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে।
advertisement
২. স্পেসএক্স- সেন্ট জুড চিলড্রেনস রিসার্চ হসপিটালের (St. Jude Children’s Research Hospital) জন্য টাকা তোলার উদ্যোগে এই সংস্থাও মহাকাশযানে ঘোরার সুযোগ দিচ্ছে। এই সংস্থা বলছে যে উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ২৫০ পাউন্ড পর্যন্ত থাকলে কোনও অসুবিধা নেই। যদিও এই মাধ্যাকর্ষণের চাপ সহ্য করার ব্যাপার নিয়ে যাতে কেউ অহেতুক ভয় না পান, সেই লক্ষ্যে এক বিবৃতি দিয়েছেন সংস্থার মালিক এলন মাস্ক। তিনি জানিয়েছেন যে রোলার কোস্টার রাইডে চড়তে যদি কেউ ভয় না পান, তাহলে তিনি নিশ্চিন্তে মহাকাশযাত্রার কথা ভাবতে পারেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement