সিডনিতে জমজমাট দুর্গাপুজো
Last Updated:
শুধু কি দেশে , বিদেশেও জমজমাট বাঙালির আনন্দ উৎসব ৷
দুর্গাপুজোর পাঁচটা দিন জমিয়ে আনন্দ করার জন্য তৈরি প্রত্যেক বাঙালিই ৷ শুধু কি দেশে , বিদেশেও জমজমাট বাঙালির আনন্দ উৎসব ৷ বাংলা নিউ সাউথ ওয়েলস অস্ট্রেলিয়ায় সবচেয়ে পুরোনো ভারতীয় অ্যাসোসিয়েশন ৷ ১৯৭৫ সালে এটি স্থাপিত হয় ৷ ওই বছরেই সেখানে শুরু হয় দুর্গা পুজো ৷ এখন দুর্গাপুজোই সেখানকার ভারতীয় উৎসবগুলির মধ্য অন্যতম বড় উৎসব ৷ Photo Courtesy: Debadatta Paul
advertisement
২০০০ জনেরও বেশি মানুষ যোগ দেন সিডনির এই দুর্গাপুজোয় ৷ BNSW-র প্রেসিডেন্ট ববি মল্লিক জানান, ‘‘ পুজো হল এমন একটা উৎসব ৷ যা আমি একা কখনই আয়োজন করি না ৷ আমি প্রেসিডেন্ট হলেও কমিটির সবাই মিলেই এখানে ধুমধাম করে পুজো আয়োজন করে থাকি আমরা ৷ ডিস্ট্রিবিউশন টিম, সাজসজ্জার দল সবই রয়েছে এখানে ৷ প্রত্যেকেই দায়িত্ব নিয়ে দুর্গা পুজো আয়োজন করে এখানে ৷ Photo: Debadatta Paul
advertisement
advertisement
advertisement