Snowfall In Saudi Desert: মরুভূমিতে তুষারপাত, ইতিহাসে এই প্রথম সৌদির আল জফ প্রদেশ ঢাকল বরফে

Last Updated:
মরুভূমিতে তুষারপাত এই প্রথম নয়। আফ্রিকার সাহারা মরুভূমিতে বেশ কয়েক বার তুষারপাত হয়েছে। সৌদি আরবেও ২০১৬ সালে এক বার তুষারপাত হয়েছিল
1/5
অবাক করা ঘটনা! যে-দিকে চোখ যায় শুধু পুরু মোটা বরফের আস্তরণ! না সুইশ আলপস নয়! দৃশ্যটি সৌদি আরবের। সৌদি আরবের ঊষর মরুভূমি ঢাকল বরফের মোটা চাদরে।
অবাক করা ঘটনা! যে-দিকে চোখ যায় শুধু পুরু মোটা বরফের আস্তরণ! না সুইশ আলপস নয়! দৃশ্যটি সৌদি আরবের। সৌদি আরবের ঊষর মরুভূমি ঢাকল বরফের মোটা চাদরে।
advertisement
2/5
সৌদির উত্তরে আল জফ প্রদেশ। প্রবল শিলাবৃষ্টির ফলে এই মরুপ্রান্তরই বরফে মুড়ল। ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই মরুভূমি বরফে ঢেকে যাওয়ায় পর্যটক থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
সৌদির উত্তরে আল জফ প্রদেশ। প্রবল শিলাবৃষ্টির ফলে এই মরুপ্রান্তরই বরফে মুড়ল। ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটল। স্বাভাবিকভাবেই মরুভূমি বরফে ঢেকে যাওয়ায় পর্যটক থেকে স্থানীয়দের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
advertisement
3/5
সে এক অবাক করা দৃশ্য! বরফের স্রোতে দাঁড়িয়ে সারিবাঁধা উটের দল। চেনাই দায় এটি মরুপ্রান্তর! আল জফের পশ্চিমে রয়েছে জর্ডন। চারদিক রুক্ষ, শুষ্ক। শীতে এখানে তাপমাত্রার পারদ নামে ঠিকই, কিন্তু হিমাঙ্কের নীচে চট করে পৌঁছয় না
সে এক অবাক করা দৃশ্য! বরফের স্রোতে দাঁড়িয়ে সারিবাঁধা উটের দল। চেনাই দায় এটি মরুপ্রান্তর! আল জফের পশ্চিমে রয়েছে জর্ডন। চারদিক রুক্ষ, শুষ্ক। শীতে এখানে তাপমাত্রার পারদ নামে ঠিকই, কিন্তু হিমাঙ্কের নীচে চট করে পৌঁছয় না
advertisement
4/5
সৌদি আরবের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রবল শিলাবৃষ্টির কারণেই আল জফের ঊষর মরুভূমি ঢাকল বরফের চাদরে।
সৌদি আরবের একটি সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রবল শিলাবৃষ্টির কারণেই আল জফের ঊষর মরুভূমি ঢাকল বরফের চাদরে।
advertisement
5/5
মরুভূমিতে তুষারপাত এই প্রথম নয়। আফ্রিকার সাহারা মরুভূমিতে বেশ কয়েক বার তুষারপাত হয়েছে। সৌদি আরবেও ২০১৬ সালে এক বার তুষারপাত হয়েছিল।
মরুভূমিতে তুষারপাত এই প্রথম নয়। আফ্রিকার সাহারা মরুভূমিতে বেশ কয়েক বার তুষারপাত হয়েছে। সৌদি আরবেও ২০১৬ সালে এক বার তুষারপাত হয়েছিল।
advertisement
advertisement
advertisement