Salima Mazari Captured by Taliban: আফগান এই মহিলাকে চেনেন? ছিলেন তালিবানদের ত্রাস, এবার তাঁর সঙ্গেই যা হল...

Last Updated:
সেই সালিমাই এখন তালিবানের হাতে বন্দি (Salima Mazari Captured by Taliban)।
1/8
গোটা আফগানিস্তানে তাণ্ডব চালানো তালিবানদের শিক্ষা দিতে নজির গড়েছিলেন সালিমা মাজারি (Salima Mazari)। অন্য রাজনৈতিক নেতারা যেখানে বিনা প্রতিবাদে পালিয়ে গিয়েছেন, সেখানে তালিবানের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন দেশের এই মহিলা গভর্নর সালিমা। সেই সালিমাই এখন তালিবানের হাতে বন্দি (Salima Mazari Captured by Taliban)।
গোটা আফগানিস্তানে তাণ্ডব চালানো তালিবানদের শিক্ষা দিতে নজির গড়েছিলেন সালিমা মাজারি (Salima Mazari)। অন্য রাজনৈতিক নেতারা যেখানে বিনা প্রতিবাদে পালিয়ে গিয়েছেন, সেখানে তালিবানের রক্তচক্ষুকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন দেশের এই মহিলা গভর্নর সালিমা। সেই সালিমাই এখন তালিবানের হাতে বন্দি (Salima Mazari Captured by Taliban)।
advertisement
2/8
আশরফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিন জন মহিলা গর্ভনর ছিলেন তাঁদের মধ্যে এক জন এই সালিমা মাজারি। একের পর এক প্রদেশ যখন বিনা বাধায় তালিবানের দখলে চলে যাচ্ছিল, বলখ প্রদেশের রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। যা নজির তৈরি করেছে গোটা বিশ্ববাসীর সামনে।
আশরফ গনি সরকারের শাসনকালে আফগানিস্তানের যে তিন জন মহিলা গর্ভনর ছিলেন তাঁদের মধ্যে এক জন এই সালিমা মাজারি। একের পর এক প্রদেশ যখন বিনা বাধায় তালিবানের দখলে চলে যাচ্ছিল, বলখ প্রদেশের রক্ষায় সালিমা হাতে তুলে নিয়েছিলেন বন্দুক। যা নজির তৈরি করেছে গোটা বিশ্ববাসীর সামনে।
advertisement
3/8
দেশের একের পর এক প্রদেশ যেখানে বিনা বাধায় দখল করে নিয়েছে তালিবান, সেখানে বলখ প্রদেশে সালিমার গড়ে তোলা বাহিনীর সামনে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তালিবান।
দেশের একের পর এক প্রদেশ যেখানে বিনা বাধায় দখল করে নিয়েছে তালিবান, সেখানে বলখ প্রদেশে সালিমার গড়ে তোলা বাহিনীর সামনে চ্যালেঞ্জের মুখে পড়েছিল তালিবান।
advertisement
4/8
কিন্তু তালিবানের বিশাল বাহিনীর সামনে নগন্য সালিমার বাহিনী শেষ পর্যন্ত পরাস্ত হয়। তবে দু'পক্ষের তুমুল সংঘর্ষের পরই বলখ প্রদেশের পতন হয়।
কিন্তু তালিবানের বিশাল বাহিনীর সামনে নগন্য সালিমার বাহিনী শেষ পর্যন্ত পরাস্ত হয়। তবে দু'পক্ষের তুমুল সংঘর্ষের পরই বলখ প্রদেশের পতন হয়।
advertisement
5/8
আফগানিস্তানের এই মহিলা গভর্নর গোটা বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছিলেন। তিনি জঙ্গিগোষ্ঠীর কাছে কোনওদিন বশ্যতা স্বীকার করেননি। আটক হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত বলখ প্রদেশকে রক্ষার চেষ্টা করেছিলেন তিনি।
আফগানিস্তানের এই মহিলা গভর্নর গোটা বিশ্বের সামনে উদাহরণ তৈরি করেছিলেন। তিনি জঙ্গিগোষ্ঠীর কাছে কোনওদিন বশ্যতা স্বীকার করেননি। আটক হওয়ার আগে শেষ মুহূর্ত পর্যন্ত বলখ প্রদেশকে রক্ষার চেষ্টা করেছিলেন তিনি।
advertisement
6/8
বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের খবর, শেষ রক্ষা করতে পারেননি সালিমা। শেষ পর্যন্ত তালিবানের হাতে বন্দি হয়েছেন তিনি।
বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের খবর, শেষ রক্ষা করতে পারেননি সালিমা। শেষ পর্যন্ত তালিবানের হাতে বন্দি হয়েছেন তিনি।
advertisement
7/8
তিন বছর আগে গভর্নরের দায়িত্ব নিয়ে ৩০ হাজার মানুষের নিরাপত্তার দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন সালিমা। এক জন আমলা হিসেবে শুধু প্রশাসনিক কাজ সামলানো নয়, পাশাপাশি সেনা অভিযানের বিষয়ও তাঁকে দেখাশোনা করতে হত।
তিন বছর আগে গভর্নরের দায়িত্ব নিয়ে ৩০ হাজার মানুষের নিরাপত্তার দায়িত্ব একাই কাঁধে তুলে নিয়েছিলেন সালিমা। এক জন আমলা হিসেবে শুধু প্রশাসনিক কাজ সামলানো নয়, পাশাপাশি সেনা অভিযানের বিষয়ও তাঁকে দেখাশোনা করতে হত।
advertisement
8/8
তালিবানের রোষ যে তাঁর উপরও নেমে আসতে পারে যে কোনও মুহূর্তে সেই আশঙ্কাও প্রকাশ করেছিলেন সালিমা। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হল।
তালিবানের রোষ যে তাঁর উপরও নেমে আসতে পারে যে কোনও মুহূর্তে সেই আশঙ্কাও প্রকাশ করেছিলেন সালিমা। শেষমেশ সেই আশঙ্কাই সত্যি হল।
advertisement
advertisement
advertisement