Bangladesh News: চমকে উঠল গোটা অঞ্চলের মানুষ, বিরাট পাখির মতো জলে ওটা কী! তুলকালাম কাণ্ড

Last Updated:
Bangladesh News: স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন।
1/5
নদীতে এ কী ধরা পড়ল! বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ ধরা পড়ে। মাছটিকে আগে কখনও ওই অঞ্চলের মানুষ দেখেননি। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন।
নদীতে এ কী ধরা পড়ল! বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাটে যমুনা নদীতে ৪৬ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ ধরা পড়ে। মাছটিকে আগে কখনও ওই অঞ্চলের মানুষ দেখেননি। স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা মাছটিকে ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ বলছেন।
advertisement
2/5
মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ বলেন, আবার কারও মতে গাং চ্যালা। প্রায় ৯ ফুট লম্বা মাছটি দিন কয়েক আগে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে বলে জানা গিয়েছে। নতুন ধরনের এই মাছটি দেখে অনেকেই উৎসুক হয়ে উঠেছেন।
মাছটির পিঠে বিশাল আকারের পাখনা রয়েছে। স্থানীয়ভাবে কেউ কেউ পাখি মাছ বলেন, আবার কারও মতে গাং চ্যালা। প্রায় ৯ ফুট লম্বা মাছটি দিন কয়েক আগে সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ধরা পড়ে বলে জানা গিয়েছে। নতুন ধরনের এই মাছটি দেখে অনেকেই উৎসুক হয়ে উঠেছেন।
advertisement
3/5
সরিষাবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য জানিয়েছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে। সমুদ্রে থাকে, কিন্তু কোনও কারণে এটি নদীতে চলে এসেছে।
সরিষাবাড়ী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুতপা ভট্টাচার্য জানিয়েছেন, এটি একটি সামুদ্রিক মাছ। যেহেতু একটি বড় পাখনা রয়েছে এবং গা তেলতেলে সেহেতু এটিকে সেইল ফিশ বলে মনে করা হচ্ছে। সমুদ্রে থাকে, কিন্তু কোনও কারণে এটি নদীতে চলে এসেছে।
advertisement
4/5
ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্যে দেখা যায়, অনেক মৎস্য বিশেষজ্ঞের মতে সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশের বৈজ্ঞানিক নাম Istiophorus platypterus। সেইল ফিশের আরেকটি জাত রয়েছে আটলান্টিক সেইল ফিশ (Istiophorus albicans)। যুক্তরাষ্ট্র সরকারের ন্যাশনাল ওশান সার্ভিসের তথ্যে দেখা যায়, অনেক মৎস্য বিশেষজ্ঞের মতে সেইল ফিশ মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির প্রাণী।
advertisement
5/5
মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়।
মাছটি ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে ছুটতে পারে, তর্কসাপেক্ষে যা ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। নৌকার পালের মতো এর পৃষ্ঠীয় পাখনাটি দেখতে হয় বলে একে সেইল (পাল) ফিশ বলা হয়।
advertisement
advertisement
advertisement