Russia Drone Attack: বদলা নিয়েই ছাড়ল পুতিন! ৪০০ ড্রোন গুঁড়িয়ে দিল ইউক্রেনকে...ফ্যাঁসাদে জেলেনস্কি, এবার কোথায় ইউরোপ কোথায় আমেরিকা?

Last Updated:
রাশিয়া তখনই জানিয়েছিল, এর বদলা তারা নেবে৷ পাল্টা প্রত্যাঘাতে প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেমলিন৷ জানিয়ে দিয়েছিল, তারা নিজস্ব সময়ে এবং নিজস্ব ঢঙে পাল্টা প্রতিক্রিয়া জানাবে।
1/7
গত রবিবারই রাশিয়ার ঘরে ঢুকে ৪১টা যুদ্ধবিমান জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের ড্রোন৷ আজ, শুক্রবার তার বদলা নিল পুতিনের রাশিয়া৷ ইউক্রেনের রাজধানী কিয়েভেকে পুড়িয়ে খাক করে দিল ক্রেমলিনের কয়েকশো ড্রোন৷ হামলা চালানো হল ব্যালিস্টিক মিসাইল দিয়েও৷
গত রবিবারই রাশিয়ার ঘরে ঢুকে ৪১টা যুদ্ধবিমান জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল ইউক্রেনের ড্রোন৷ আজ, শুক্রবার তার বদলা নিল পুতিনের রাশিয়া৷ ইউক্রেনের রাজধানী কিয়েভেকে পুড়িয়ে খাক করে দিল ক্রেমলিনের কয়েকশো ড্রোন৷ হামলা চালানো হল ব্যালিস্টিক মিসাইল দিয়েও৷
advertisement
2/7
শুক্রবার ভোর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তখন ঝাঁকে ঝাঁকে শহরে আছড়ে পড়ল রাশিয়ার ড্রোন৷ গোটা ঘটনার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷
শুক্রবার ভোর রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের মানুষ যখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, তখন ঝাঁকে ঝাঁকে শহরে আছড়ে পড়ল রাশিয়ার ড্রোন৷ গোটা ঘটনার কথা স্বীকার করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি৷
advertisement
3/7
পোস্টে জ্বলন্ত কিয়েভের একাধিক ছবি শেয়ার করে জেলেনস্কি লিখেছেন, ‘আজকের হামলায় ৪০০ টিরও বেশি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া৷ এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও।’
পোস্টে জ্বলন্ত কিয়েভের একাধিক ছবি শেয়ার করে জেলেনস্কি লিখেছেন, ‘আজকের হামলায় ৪০০ টিরও বেশি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া৷ এমনকি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও।’
advertisement
4/7
জেলেনস্কি জানিয়েছেন, ‘(রাশিয়ার শুক্রবারের হামলায়) ৪৯ জন আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত, সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত, তিনজনের মৃত্যু হয়েছে ঘটনায়৷ তাঁরা সকলেই ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসের কর্মচারী ছিলেন। তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা’
জেলেনস্কি জানিয়েছেন, ‘(রাশিয়ার শুক্রবারের হামলায়) ৪৯ জন আহত হয়েছেন। দুর্ভাগ্যবশত, সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও পর্যন্ত, তিনজনের মৃত্যু হয়েছে৷ তাঁরা সকলেই ইউক্রেনের ইমার্জেন্সি সার্ভিসের কর্মচারী ছিলেন। তাঁদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা’
advertisement
5/7
জেলেনস্কির দাবি, শুধুমাত্র কিয়েভেই নয়, গোটা ইউক্রেনের বিভিন্ন শহর এমনকি গ্রামকেও এদিন টার্গেট করে হামলা চালিয়েছে রাশিয়া৷ তাঁর অভিযোগ, ইউক্রেনের সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালিয়েছে পুতিন৷ তবে এটা প্রথম নয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধের একদম শুরু থেকেই ইউক্রেনের সাধারণ জনজীবনকে টার্গেট করেছে পুতিন।
জেলেনস্কির দাবি, শুধুমাত্র কিয়েভেই নয়, গোটা ইউক্রেনের বিভিন্ন শহর এমনকি গ্রামকেও এদিন টার্গেট করে হামলা চালিয়েছে রাশিয়া৷ তাঁর অভিযোগ, ইউক্রেনের সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালিয়েছে পুতিন৷ তবে এটা প্রথম নয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধের একদম শুরু থেকেই ইউক্রেনের সাধারণ জনজীবনকে টার্গেট করেছে পুতিন।
advertisement
6/7
জেলেনস্কির দাবি, এটাই সময়, চাপ দিয়ে রাশিয়াকে থামিয়ে দিক আমেরিকা আর ইউরোপ৷ প্রসঙ্গত, ইউক্রেনের রবিবার ট্রোজান ট্রাকে করে রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে যেভাবে ‘অপারেশন স্পাইডারওয়েব’ অপারেশন চালিয়েছিল জেলেনস্কির ইউক্রেন, তারই প্রত্যাঘাত ছিল এদিনের রাশিয়ার ড্রোন হামলা৷ সেই হামলায় রাশিয়ার Tu-95 এবং Tu-160 এর মতো বোমারু বিমান ধ্বংস হয়ে গিয়েছিল সেই হামলায়।
জেলেনস্কির দাবি, এটাই সময়, চাপ দিয়ে রাশিয়াকে থামিয়ে দিক আমেরিকা আর ইউরোপ৷ প্রসঙ্গত, ইউক্রেনের রবিবার ট্রোজান ট্রাকে করে রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে যেভাবে ‘অপারেশন স্পাইডারওয়েব’ অপারেশন চালিয়েছিল জেলেনস্কির ইউক্রেন, তারই প্রত্যাঘাত ছিল এদিনের রাশিয়ার ড্রোন হামলা৷ সেই হামলায় রাশিয়ার Tu-95 এবং Tu-160 এর মতো বোমারু বিমান ধ্বংস হয়ে গিয়েছিল সেই হামলায়।
advertisement
7/7
রাশিয়া তখনই জানিয়েছিল, এর বদলা তারা নেবে৷ পাল্টা প্রত্যাঘাতে প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেমলিন৷ জানিয়ে দিয়েছিল, তারা নিজস্ব সময়ে এবং নিজস্ব ঢঙে পাল্টা প্রতিক্রিয়া জানাবে।
রাশিয়া তখনই জানিয়েছিল, এর বদলা তারা নেবে৷ পাল্টা প্রত্যাঘাতে প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেমলিন৷ জানিয়ে দিয়েছিল, তারা নিজস্ব সময়ে এবং নিজস্ব ঢঙে পাল্টা প্রতিক্রিয়া জানাবে।
advertisement
advertisement
advertisement