Russia Drone Attack: বদলা নিয়েই ছাড়ল পুতিন! ৪০০ ড্রোন গুঁড়িয়ে দিল ইউক্রেনকে...ফ্যাঁসাদে জেলেনস্কি, এবার কোথায় ইউরোপ কোথায় আমেরিকা?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
রাশিয়া তখনই জানিয়েছিল, এর বদলা তারা নেবে৷ পাল্টা প্রত্যাঘাতে প্রতিশ্রুতি দিয়েছিল ক্রেমলিন৷ জানিয়ে দিয়েছিল, তারা নিজস্ব সময়ে এবং নিজস্ব ঢঙে পাল্টা প্রতিক্রিয়া জানাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
জেলেনস্কির দাবি, শুধুমাত্র কিয়েভেই নয়, গোটা ইউক্রেনের বিভিন্ন শহর এমনকি গ্রামকেও এদিন টার্গেট করে হামলা চালিয়েছে রাশিয়া৷ তাঁর অভিযোগ, ইউক্রেনের সাধারণ মানুষকে টার্গেট করে হামলা চালিয়েছে পুতিন৷ তবে এটা প্রথম নয়, ইউক্রেন রাশিয়া যুদ্ধের একদম শুরু থেকেই ইউক্রেনের সাধারণ জনজীবনকে টার্গেট করেছে পুতিন।
advertisement
জেলেনস্কির দাবি, এটাই সময়, চাপ দিয়ে রাশিয়াকে থামিয়ে দিক আমেরিকা আর ইউরোপ৷ প্রসঙ্গত, ইউক্রেনের রবিবার ট্রোজান ট্রাকে করে রাশিয়ার একাধিক বিমানঘাঁটিতে যেভাবে ‘অপারেশন স্পাইডারওয়েব’ অপারেশন চালিয়েছিল জেলেনস্কির ইউক্রেন, তারই প্রত্যাঘাত ছিল এদিনের রাশিয়ার ড্রোন হামলা৷ সেই হামলায় রাশিয়ার Tu-95 এবং Tu-160 এর মতো বোমারু বিমান ধ্বংস হয়ে গিয়েছিল সেই হামলায়।
advertisement