কমোডে বসতেই পেনিসে কামড়ে দিল পাইথন, রক্তাক্ত পড়ল যৌনাঙ্গে ১৫টি সেলাই!
Last Updated:
• টয়লেটে গিয়েছিলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে ৷ কিন্তু তাঁর জন্য যে এই ভয়ঙ্কর বিপদ ওঁত পেতে রয়েছে তা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেননি ওই ব্যক্তি ৷
advertisement
• কমোডের ভিতর ঘাপটি মেরে শুয়েছিল একটি পাইথন ৷ কমোডের পাইপের ভিতর দিয়ে ঢুকেছিল সেটি ৷ কমোডে বসতেই ওই ব্যক্তির পেনিসে কামড়ে দেয় সেটি ৷ ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের চাচেঙ্গসাও প্রদেশে
advertisement
• যন্ত্রণায় পাগলের মতো চিৎকার শুরু করেন ওই ব্যক্তি ৷ সঙ্গে সঙ্গে ছুটে আসেন আশেপাশে উপস্থিত থাকা মানুষজন ৷ গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চুলারট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
advertisement
advertisement