পর্ন দুনিয়ার অন্ধকার অলি গলি... পড়ুন এক পর্ন তারকার অসহায় জবানবন্দি

Last Updated:
পর্ন দুনিয়া নিয়ে আসমুদ্ত হিমাচলের কৌতূহল তুঙ্গে! কিন্তু আদতে দুনিয়াটা কেমন ? কতটা রঙিন ? আদৌ কি রঙিন ?
1/6
পর্ন দুনিয়া নিয়ে আসমুদ্ত হিমাচলের কৌতূহল তুঙ্গে! কিন্তু আদতে দুনিয়াটা কেমন ? কতটা রঙিন ? আদৌ কি রঙিন ? পড়ুন এক পর্ন তারকার অসহায় জবানবন্দি...
পর্ন দুনিয়া নিয়ে আসমুদ্ত হিমাচলের কৌতূহল তুঙ্গে! কিন্তু আদতে দুনিয়াটা কেমন ? কতটা রঙিন ? আদৌ কি রঙিন ? পড়ুন এক পর্ন তারকার অসহায় জবানবন্দি...
advertisement
2/6
পর্ন তারকা শেলি লুবেন। টাকা রোজগারের আর কোনও পথ খোলা ছিল না, বাধ্য হয়ে কাজ করতে এসেছিলেন পর্ন ছবিতে। এক সাক্ষাত্‍কারে তিনি তুলে ধরেন পর্ন দুনিয়ার অন্ধকার অলিগলির কথা।
পর্ন তারকা শেলি লুবেন। টাকা রোজগারের আর কোনও পথ খোলা ছিল না, বাধ্য হয়ে কাজ করতে এসেছিলেন পর্ন ছবিতে। এক সাক্ষাত্‍কারে তিনি তুলে ধরেন পর্ন দুনিয়ার অন্ধকার অলিগলির কথা।
advertisement
3/6
তাঁর মতে, পর্ন আসলে ' ফেক সেক্স'। ভিডিওতে যৌন মুহূর্ত ফ্রেমবন্দি করা ছাড়া আর কিছুই নেই এখানে। একজন অপরিচিতের সঙ্গে কখনই যৌনতা উপভোগ করেননি।
তাঁর মতে, পর্ন আসলে ' ফেক সেক্স'। ভিডিওতে যৌন মুহূর্ত ফ্রেমবন্দি করা ছাড়া আর কিছুই নেই এখানে। একজন অপরিচিতের সঙ্গে কখনই যৌনতা উপভোগ করেননি।
advertisement
4/6
শেলি লুবেন মনে করেন, 'পর্ন-এর নামে দর্শকদের মধ্যে পরিকল্পিতভাবে 'বিভ্রম' তৈরি করা হয়। যেখানে দেখানো হয়, গোটা ' সেক্স অ্যাক্ট' উপভোগ করছেন একজন নারী, আদতে তা কখনওই হয় না।
শেলি লুবেন মনে করেন, 'পর্ন-এর নামে দর্শকদের মধ্যে পরিকল্পিতভাবে 'বিভ্রম' তৈরি করা হয়। যেখানে দেখানো হয়, গোটা ' সেক্স অ্যাক্ট' উপভোগ করছেন একজন নারী, আদতে তা কখনওই হয় না।
advertisement
5/6
একজন নারী পর্ন-অভিনেতাকে পরিচালকের কথা অনুযায়ীই চলতে হয়। লাস্যময়ী হাসি, উত্তেজক পোশাক, চিত্‍কার এসবই পরিচালক-প্রযোজকের ইচ্ছামতো হয়।
একজন নারী পর্ন-অভিনেতাকে পরিচালকের কথা অনুযায়ীই চলতে হয়। লাস্যময়ী হাসি, উত্তেজক পোশাক, চিত্‍কার এসবই পরিচালক-প্রযোজকের ইচ্ছামতো হয়।
advertisement
6/6
বর্তমানে শেলি লুবেন পিঙ্ক ক্রস ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভিস্ট। পর্ন দুনিয়া থেকে যারা হাসিমুখে বেরিয়ে আসতে চান তাদের সাহায্য করে এই সংস্থা। একইসঙ্গে পর্ন আসক্তদের পর্ন মুক্তির পথও বলে দেয় পিঙ্ক ক্রস ফাউন্ডেশন।
বর্তমানে শেলি লুবেন পিঙ্ক ক্রস ফাউন্ডেশনের একজন অ্যাক্টিভিস্ট। পর্ন দুনিয়া থেকে যারা হাসিমুখে বেরিয়ে আসতে চান তাদের সাহায্য করে এই সংস্থা। একইসঙ্গে পর্ন আসক্তদের পর্ন মুক্তির পথও বলে দেয় পিঙ্ক ক্রস ফাউন্ডেশন।
advertisement
advertisement
advertisement