মেট্রোরেলে প্রকাশ্যে উদ্দাম শরীরীখেলা, জরিমানা হল অভিনেতার

Last Updated:
1/6
♦ মেট্রোতে আলিঙ্গন করা নিয়ে গত বছর উত্তপ্ত হয়েছিল কলকাতা  ৷ মেট্রোর মধ্যে দুই যুবক-যুবতীর আলিঙ্গনে ফতোয়া, তারপর মারধর ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ৷
♦ মেট্রোতে আলিঙ্গন করা নিয়ে গত বছর উত্তপ্ত হয়েছিল কলকাতা ৷ মেট্রোর মধ্যে দুই যুবক-যুবতীর আলিঙ্গনে ফতোয়া, তারপর মারধর ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
2/6
♦ সেই নিন্দার রেশ এসে ছড়িয়ে পড়েছিল রাস্তাতেও ৷ তবে এই ঘটনার পাশাপাশি মাঝেমধ্যেই প্রকাশ্যে অশালীন প্রদর্শনের ঘটনাও ঘটেছে ৷
♦ সেই নিন্দার রেশ এসে ছড়িয়ে পড়েছিল রাস্তাতেও ৷ তবে এই ঘটনার পাশাপাশি মাঝেমধ্যেই প্রকাশ্যে অশালীন প্রদর্শনের ঘটনাও ঘটেছে ৷
advertisement
3/6
♦ চলন্ত বাসের মধ্যে তরুণীকে দেখে হস্তমৈথুনের ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিল পুলিশ ৷ তবে এবার মেট্রোর মধ্যে প্রকাশ্যেই চলল উদ্দাম শরীরীখেলা ৷
♦ চলন্ত বাসের মধ্যে তরুণীকে দেখে হস্তমৈথুনের ঘটনা সামনে আসতেই তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছিল পুলিশ ৷ তবে এবার মেট্রোর মধ্যে প্রকাশ্যেই চলল উদ্দাম শরীরীখেলা ৷
advertisement
4/6
♦ তিনজনে মিলে মেতে উঠলেন যৌনক্রিয়ায় ৷ আর এই অবস্থা দেখে অস্বস্তিতে পড়েছিলেন সে সময় মেট্রোতে থাকা মানুষজন ৷ তবে এই ঘটনাটি কলকাতার নয় ৷ এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে লন্ডনে ৷
♦ তিনজনে মিলে মেতে উঠলেন যৌনক্রিয়ায় ৷ আর এই অবস্থা দেখে অস্বস্তিতে পড়েছিলেন সে সময় মেট্রোতে থাকা মানুষজন ৷ তবে এই ঘটনাটি কলকাতার নয় ৷ এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে লন্ডনে ৷
advertisement
5/6
♦ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নর্দান লাইন ট্রেনের ভেতরে এই কীর্তি চলছিল। টিউবরেলের ভেতরে তিন ব্যক্তির ওই যৌন কাজকর্ম চলাকালীন তার ভিডিও-ও শ্যুট করাও হচ্ছিল। স্বভাবতই টিউবের বাকি যাত্রীরা এই ঘটনায় অস্বস্তিতে পড়েন।
♦ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নর্দান লাইন ট্রেনের ভেতরে এই কীর্তি চলছিল। টিউবরেলের ভেতরে তিন ব্যক্তির ওই যৌন কাজকর্ম চলাকালীন তার ভিডিও-ও শ্যুট করাও হচ্ছিল। স্বভাবতই টিউবের বাকি যাত্রীরা এই ঘটনায় অস্বস্তিতে পড়েন।
advertisement
6/6
♦ এই ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের জুলাইয়ে ৷ তবে তখন বিষয়টি সামনে আসেনি ৷ এই ভিডিও ‘একশো  শতাংশ আসল’নামকরণ করে ট্যুইটারে ছেড়ে দিয়েছিলেন ৩৫ বছরের জর্জ ম্যাসন ৷  তিনি তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড নিকোলাস মুলান একজন অপরিচিত ব্যক্তি সঙ্গে যৌনতায় মেতেছিলেন ৷ ট্যুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার পর অভিযোগ দায়ের হয় ৷ এবং ভিডিওটিতে কারা রয়েছেন সে বিষয়ে খোঁজখবর শুরু হয় ৷  এরপর জানা যায় এই ভিডিওতে রয়েছেন পর্নস্টার জর্জ ম্যাসন ৷ এই ঘটনায় জড়িত থাকার কারণে জরিমানা করা হয় ৷  সাজা হয়েছে তাঁর দুই সঙ্গীরও।
♦ এই ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালের জুলাইয়ে ৷ তবে তখন বিষয়টি সামনে আসেনি ৷ এই ভিডিও ‘একশো শতাংশ আসল’নামকরণ করে ট্যুইটারে ছেড়ে দিয়েছিলেন ৩৫ বছরের জর্জ ম্যাসন ৷ তিনি তাঁর প্রাক্তন বয়ফ্রেন্ড নিকোলাস মুলান একজন অপরিচিত ব্যক্তি সঙ্গে যৌনতায় মেতেছিলেন ৷ ট্যুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার পর অভিযোগ দায়ের হয় ৷ এবং ভিডিওটিতে কারা রয়েছেন সে বিষয়ে খোঁজখবর শুরু হয় ৷ এরপর জানা যায় এই ভিডিওতে রয়েছেন পর্নস্টার জর্জ ম্যাসন ৷ এই ঘটনায় জড়িত থাকার কারণে জরিমানা করা হয় ৷ সাজা হয়েছে তাঁর দুই সঙ্গীরও।
advertisement
advertisement
advertisement