Plane: আকাশে ওড়ার পরই বিমানে দাউদাউ করে আগুন! ভয়ঙ্কর ঘটনা, ফের দুর্ঘটনা বোয়িংয়ে!

Last Updated:
Plane: আগুন বাড়ছে দেখে পাইলটরা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। মাঝ আকাশ থেকে ফিরে আসার জন্য পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন।
1/5
মাঝ আকাশে বিমানে আগুন, লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণ বোয়িং-এর। একটি Delta Air Lines বিমান আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করছিল, তখনই ঘটে যায় বিপত্তি। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। কারণ টেকঅফের পরপরই বিমানটির বাম ইঞ্জিনে আগুন লেগে যায়।
মাঝ আকাশে বিমানে আগুন, লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণ বোয়িং-এর। একটি Delta Air Lines বিমান আটলান্টার উদ্দেশ্যে যাত্রা করছিল, তখনই ঘটে যায় বিপত্তি। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বিমানটি। কারণ টেকঅফের পরপরই বিমানটির বাম ইঞ্জিনে আগুন লেগে যায়।
advertisement
2/5
Aviation A2Z এর একটি রিপোর্ট অনুযায়ী, Flight DL446, একটি ২৪ বছরের পুরনো বিমান। বোয়িং 767-400 (রেজিস্ট্রেশন N836MH) বিমানটি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরুর পরেই ক্রু-রা ইঞ্জিনে আগুনের শিখা দেখতে পান। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মাঝ আকাশে বিমানের বাম ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে।
Aviation A2Z এর একটি রিপোর্ট অনুযায়ী, Flight DL446, একটি ২৪ বছরের পুরনো বিমান। বোয়িং 767-400 (রেজিস্ট্রেশন N836MH) বিমানটি লস অ্যাঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যাত্রা শুরুর পরেই ক্রু-রা ইঞ্জিনে আগুনের শিখা দেখতে পান। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, মাঝ আকাশে বিমানের বাম ইঞ্জিন থেকে আগুন বের হচ্ছে।
advertisement
3/5
আগুন বাড়ছে দেখে পাইলটরা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। মাঝ আকাশ থেকে ফিরে আসার জন্য পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন।
আগুন বাড়ছে দেখে পাইলটরা দ্রুত জরুরি অবস্থা ঘোষণা করেন। মাঝ আকাশ থেকে ফিরে আসার জন্য পাইলটরা এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (ATC) সঙ্গে যোগাযোগ করেন।
advertisement
4/5
বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে বিমানের কোনও যাত্রী আহত হননি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
বিমানটি প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে উড়ে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তবে বিমানের কোনও যাত্রী আহত হননি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
advertisement
5/5
বিমানবন্দরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা প্রস্তুত ছিলেন। আগুন নেভানোর পরে যাত্রীদের ধীরে ধীরে বিমান থেকে নামিয়ে আনা হয়। ডেল্টার একজন মুখপাত্র জানান, ‘বিমানের বাঁ ইঞ্জিনে কিছু সমস্যার ইঙ্গিত পাওয়ার পরেই DL446 বিমানটি লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে।’ তবে ঠিক কী ভাবে ইঞ্জিনে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
বিমানবন্দরে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা প্রস্তুত ছিলেন। আগুন নেভানোর পরে যাত্রীদের ধীরে ধীরে বিমান থেকে নামিয়ে আনা হয়। ডেল্টার একজন মুখপাত্র জানান, ‘বিমানের বাঁ ইঞ্জিনে কিছু সমস্যার ইঙ্গিত পাওয়ার পরেই DL446 বিমানটি লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে।’ তবে ঠিক কী ভাবে ইঞ্জিনে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)।
advertisement
advertisement
advertisement