Passport: বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট খোওয়া গেলে মুশকিল; এই পরিস্থিতিতে কী কী করণীয়? জেনে নিন বিশদে
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Passport Loss Solution: মানসিক চাপের পাশাপাশি জটিলতারও উদ্রেক হয়। তবে এই সমস্যা কাটানোর জন্য কিছু নির্দিষ্ট পদক্ষেপ করা সম্ভব। সেগুলি কী কী, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
নিকটবর্তী দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ:পুলিশে অভিযোগ করার পর নিকটবর্তী দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। দেশের নাগরিক ভিন দেশে গিয়ে সমস্যায় পড়লে এক্ষেত্রে এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় দূতাবাস। নতুন পাসপোর্ট অথবা এমার্জেন্সি সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী করণীয়, সেই বিষয়েও সাহাযঅয করতে পারে তারা। এই এমার্জেন্সি সার্টিফিকেট হল অস্থায়ী ট্রাভেল ডকুমেন্ট। যার মাধ্যমে ভারতে ফিরে আসতে পারবেন ভ্রমণার্থী।
advertisement
নতুন পাসপোর্ট: নতুন পাসপোর্টের আবেদন করতে গেলে পেশ করতে হবে নিম্নলিখিত নথিগুলি। ১. বর্তমান ঠিকানার প্রমাণপত্র ২. জন্মের সময়ের প্রমাণ ৩. একটি হলফনামা, যেখানে পাসপোর্ট হারিয়ে যাওয়ার পরিস্থিতির বর্ণনা থাকবে। ৪. অরিজিনাল পুলিশ রিপোর্ট ৫. পুরনো পাসপোর্টের প্রথম দুটি এবং শেষ দুটি পেজের সেলফ-অ্যাটেস্টেড ফটোকপি ৬. অরিজিনাল এমার্জেন্সি সার্টিফিকেট অথবা সিজার মেমো।
advertisement
advertisement
প্রয়োজনীয় নথিপুরনো ভিসার কপি পুলিশ রিপোর্ট নতুন পাসপোর্ট অথবা এমার্জেন্সি সার্টিফিকেট বিমানের টিকিট রিশিডিউল: পাসপোর্ট হারিয়ে গেলে ঘোরার পরিকল্পনাও ঘেঁটে যায়। দ্রুত তা উদ্ধার করা না গেলে বিমানের টিকিট রিশিডিউল করাতে হবে। এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে বিকল্প তারিখ নিতে হবে। সেই সঙ্গে সম্ভাব্য খরচ ও পেনাল্টির বিষয়েও কথা বলতে হবে।
advertisement
advertisement