Pakistan Saudi Arabia Defence deal: আখের গুছোচ্ছে পাকিস্তান...এবার সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি! ঠিক NATO-র স্টাইলে, টার্গেট ভারত?

Last Updated:
পাকিস্তান অতীতেও সৌদি আরবকে ব্যাপক সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে এসেছে৷ বৈদেশিক শক্তি থেকে রক্ষা করার জন্য সৌদি আরবে মোতায়েন থাকে পাকিস্তানি সেনা৷ এই নতুন চুক্তি সেই যৌথ সামরিক প্রচেষ্টাকেই একটা নাম দিল বলে ধরে নেওয়া যায়৷
1/6
ইসলামাবাদ: অপারেশন সিঁদুরের পরে ইসলামাবাদ যেন উঠে পড়ে লেগেছে৷ প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে তেল দিয়ে একটা বড় ডিল হাতানো৷ তারপর সৌদি আরব৷ এবার দীর্ঘ আলোচনা করার সৌদি আরবের সঙ্গে ডিফেন্স ডিল সই করল ইসলামাবাদ৷
ইসলামাবাদ: অপারেশন সিঁদুরের পরে ইসলামাবাদ যেন উঠে পড়ে লেগেছে৷ প্রথমে ডোনাল্ড ট্রাম্পকে তেল দিয়ে একটা বড় ডিল হাতানো৷ তারপর সৌদি আরব৷ এবার দীর্ঘ আলোচনা করার সৌদি আরবের সঙ্গে ডিফেন্স ডিল সই করল ইসলামাবাদ৷ একেবারে আমেরিকা ব্রিটেনের NATO স্টাইলে
advertisement
2/6
‘Strategic Mutual Defence Agreement’৷ গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন৷
‘Strategic Mutual Defence Agreement’৷ গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন৷
advertisement
3/6
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কী বলছেন এই চুক্তি নিয়ে? ভারতের জন্য এই চুক্তি ঠিক কতটা থ্রেট? এই চুক্তির মূল কথা হল ‘attack on one, aggression against both’৷ অর্থাৎ, একটা দেশকে আক্রমণ করলেইদুই দেশের বিরোধিতা করা হচ্ছে বে ধরে নেওয়া হবে৷
আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা কী বলছেন এই চুক্তি নিয়ে? ভারতের জন্য এই চুক্তি ঠিক কতটা থ্রেট? এই চুক্তির মূল কথা হল ‘attack on one, aggression against both’৷ অর্থাৎ, একটা দেশকে আক্রমণ করলেইদুই দেশের বিরোধিতা করা হচ্ছে বে ধরে নেওয়া হবে৷
advertisement
4/6
উভয় দেশের একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে যে কোনও আগ্রাসনকে অন্যের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির লক্ষ্য হল পাকিস্তান ও সৌদি আরবের যৌথ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত করা।
উভয় দেশের একটি যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে পাকিস্তান বা সৌদি আরবের বিরুদ্ধে যে কোনও আগ্রাসনকে অন্যের বিরুদ্ধে সরাসরি আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। চুক্তির লক্ষ্য হল পাকিস্তান ও সৌদি আরবের যৌথ প্রতিরোধ ক্ষমতা জোরদার করা এবং প্রতিরক্ষা সহযোগিতা আরও বিকশিত করা।
advertisement
5/6
পাকিস্তান অতীতেও সৌদি আরবকে ব্যাপক সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে এসেছে৷ বৈদেশিক শক্তি থেকে রক্ষা করার জন্য সৌদি আরবে মোতায়েন থাকে পাকিস্তানি সেনা৷ এই নতুন চুক্তি সেই যৌথ সামরিক প্রচেষ্টাকেই একটা নাম দিল বলে ধরে নেওয়া যায়৷
পাকিস্তান অতীতেও সৌদি আরবকে ব্যাপক সামরিক সহায়তা ও প্রশিক্ষণ দিয়ে এসেছে৷ বৈদেশিক শক্তি থেকে রক্ষা করার জন্য সৌদি আরবে মোতায়েন থাকে পাকিস্তানি সেনা৷ এই নতুন চুক্তি সেই যৌথ সামরিক প্রচেষ্টাকেই একটা নাম দিল বলে ধরে নেওয়া যায়৷
advertisement
6/6
বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রভাবগুলি ভাল করে দেখবে। এক সরকারি বিবৃতিতে, বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারত সরকার দেশের জাতীয় স্বার্থরক্ষা এবং সকল ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বৃহস্পতিবার ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির প্রভাবগুলি ভাল করে দেখবে। এক সরকারি বিবৃতিতে, বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারত সরকার দেশের জাতীয় স্বার্থরক্ষা এবং সকল ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
advertisement
advertisement