Pakistan: টম‍্যাটো ৬০০ ‘টাকা’ কিলো, লেবু ৩০০...সবজির দাম আগুন পাকিস্তানে! ফ্রি-তে পাওয়া ধনে এখন কত জানেন? দাম শুনলে চমকে যাবেন

Last Updated:
Pakistan Market: বাণিজ‍্যের দিক থেকে প্রতিবেশী দেশ আফগানিস্তানের উপর অনেকাংশে নির্ভরশীল পাকিস্তান। কিন্তু বর্তমানে দুই দেশের সম্পর্ক প্রতিকূল হওয়ায় তার প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে
1/11
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের খেসারত দিতে হচ্ছে পাকিস্তানের জনসাধারণকে। বাণিজ‍্যের দিক থেকে প্রতিবেশী দেশ আফগানিস্তানের উপর অনেকাংশে নির্ভরশীল পাকিস্তান। কিন্তু বর্তমানে দুই দেশের সম্পর্ক প্রতিকূল হওয়ায় তার প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে।
আফগানিস্তানের সঙ্গে যুদ্ধের খেসারত দিতে হচ্ছে পাকিস্তানের জনসাধারণকে। বানিজ্য়ের দিক থেকে প্রতিবেশী দেশ আফগানিস্তানের উপর অনেকাংশে নির্ভরশীল পাকিস্তান। কিন্তু বর্তমানে দুই দেশের সম্পর্ক প্রতিকূল হওয়ায় তার প্রভাব পড়েছে পাকিস্তানের বাজারে।
advertisement
2/11
সংবাদমাধ‍্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই মূহূর্তে আকাশছোঁয়া পাকিস্তানের একাধিক দ্রব‍্যের দাম। অতি প্রয়োজনীয় সাধারণ সবজির দামও কয়েকগুন বেড়ে গিয়েছে।
সংবাদমাধ্য়মে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, এই মূহূর্তে আকাশছোঁয়া পাকিস্তানের একাধিক দ্রব্য়ের দাম। অতি প্রয়োজনীয় সাধারণ সবজির দামও কয়েকগুন বেড়ে গিয়েছে।
advertisement
3/11
ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে টমেটোর দাম বেড়ে গিয়েছে পাঁচ গুণ। যে ধনে পাতা ভারতের বেশিরভাগ দোকানে প্রায় ফ্রিতেই পাওয়া যায়, সেই ধনে পাতার দামও অবিশ্বাস্য় হারে বেড়েছে।
ওই রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানে টমেটোর দাম বেড়ে গিয়েছে পাঁচ গুণ। যে ধনে পাতা ভারতের বেশিরভাগ দোকানে প্রায় ফ্রিতেই পাওয়া যায়, সেই ধনে পাতার দামও অবিশ্বাস্য় হারে বেড়েছে।
advertisement
4/11
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধের কারণে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।
পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধের কারণে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ১১ অক্টোবর থেকে দুই দেশের মধ্যে সীমান্তে চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।
advertisement
5/11
এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে ২,৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তে স্থল যুদ্ধ এবং পাকিস্তানের পক্ষ থেকে করা বিমান হামলার পর নেওয়া হয়েছে, যেখানে দুই পক্ষের অনেক লোকের মৃত্যু হয়েছে। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুই দেশের মধ‍্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।
এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে ২,৬০০ কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্তে স্থল যুদ্ধ এবং পাকিস্তানের পক্ষ থেকে করা বিমান হামলার পর নেওয়া হয়েছে, যেখানে দুই পক্ষের অনেক লোকের মৃত্যু হয়েছে। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুই দেশের মধ‍্যে সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে।
advertisement
6/11
কাবুলে অবস্থিত পাক-আফগান চেম্বার অফ কমার্সের প্রধান খান জান আলোকোজাই সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সব ধরনের ব্যবসা এবং ট্রানজিট বন্ধ। তিনি বলেন, ‘‘প্রতিদিন দুই দেশকে প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হচ্ছে।’’
কাবুলে অবস্থিত পাক-আফগান চেম্বার অফ কমার্সের প্রধান খান জান আলোকোজাই সংবাদসংস্থা রয়টার্সকে বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সব ধরনের ব্যবসা এবং ট্রানজিট বন্ধ। তিনি বলেন, ‘‘প্রতিদিন দুই দেশকে প্রায় ১০ লাখ ডলার ক্ষতি হচ্ছে।’’
advertisement
7/11
দুই দেশের মধ্যে প্রায় ২.৩ বিলিয়ন ডলার বার্ষিক ব্যবসা হয়, যার মধ্যে ফল-সবজি, খনিজ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস এবং দুগ্ধজাত পণ্যের প্রথম সারীতে রয়েছে।
দুই দেশের মধ্যে প্রায় ২.৩ বিলিয়ন ডলার বার্ষিক ব্যবসা হয়, যার মধ্যে ফল-সবজি, খনিজ, ওষুধ, গম, চাল, চিনি, মাংস এবং দুগ্ধজাত পণ্যের প্রথম সারীতে রয়েছে। Photo-Reuters
advertisement
8/11
পাকিস্তানে রান্নায় টম‍্যাটো ব্যাপকভাবে ব্যবহার হয়। আর সেই ট‍ম‍্যাটোর দাম বেড়ে পাকিস্তানে হয়েছে ৬০০ পাকিস্তানির রুপি কিলো (প্রায় ২.১৩ ডলার)। আফগানিস্তান থেকে আসা আপেলের দামও প্রচুর বেড়ে গিয়েছে।
পাকিস্তানে রান্নায় টম‍্যাটো ব্যাপকভাবে ব্যবহার হয়। আর সেই ট‍ম‍্যাটোর দাম বেড়ে পাকিস্তানে হয়েছে ৬০০ পাকিস্তানির রুপি কিলো (প্রায় ২.১৩ ডলার)। আফগানিস্তান থেকে আসা আপেলের দামও প্রচুর বেড়ে গিয়েছে।
advertisement
9/11
টম‍্যাটোর দাম হয়েছে ৬০০ টাকা(পাকিস্তানি মূল‍্য অনুসারে), ফ্রি-তে পাওয়া ধনে পাতা বর্তমানে পাকিস্তানি পাওয়া যাচ্ছে ৫০ টাকায় (পাকিস্তানি মূল‍্য অনুসারে)। আলোকোজাই বলেছেন, 'আমরা প্রতিদিন প্রায় ৫০০ কন্টেইনার সবজির রপ্তানির জন্য প্রস্তুত করি, কিন্তু এখন সব পচে গিয়েছে।'
টম‍্যাটোর দাম হয়েছে ৬০০ টাকা(পাকিস্তানি মূল‍্য অনুসারে), ফ্রি-তে পাওয়া ধনে পাতা বর্তমানে পাকিস্তানি পাওয়া যাচ্ছে ৫০ টাকায় (পাকিস্তানি মূল‍্য অনুসারে)। আলোকোজাই বলেছেন, 'আমরা প্রতিদিন প্রায় ৫০০ কন্টেইনার সবজির রপ্তানির জন্য প্রস্তুত করি, কিন্তু এখন সব পচে গিয়েছে।'(Representative Image/AI)
advertisement
10/11
পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনের একটি রিপোর্ট অনুযায়ী, 'রসুন ৪০০ রুপি প্রতি কিলোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যখন আদা ৭৫০ রুপি পর্যন্ত পৌঁছেছে। পেঁয়াজ ১২০ রুপি প্রতি কিলো এবং মটর ৫০০ রুপি প্রতি কিলোতে বিক্রি হচ্ছে।’’ (সমস্ত দামই পাকিস্তানির মূল অনুসারে)
পাকিস্তানি সংবাদপত্র এক্সপ্রেস ট্রিবিউনের একটি রিপোর্ট অনুযায়ী, 'রসুন ৪০০ রুপি প্রতি কিলোগ্রাম পর্যন্ত পৌঁছেছে, যখন আদা ৭৫০ রুপি পর্যন্ত পৌঁছেছে। পেঁয়াজ ১২০ রুপি প্রতি কিলো এবং মটর ৫০০ রুপি প্রতি কিলোতে বিক্রি হচ্ছে।’’ (সমস্ত দামই পাকিস্তানির মূল অনুসারে)
advertisement
11/11
ওই রিপোর্ট অনুযায়ী, ‘‘ ক‍্যাপসিকামের দাম কমে ৩০০ টাকা কিলো হয়েছে। ঢেঁড়শও বিক্রি হচ্ছে একই দামে। শসা ১৫০ রুপি প্রতি কিলো, স্থানীয় লাল গাজর ২০০ রুপি প্রতি কিলোতে পাওয়া যাচ্ছে। লেবু ৩০০ রুপি প্রতি কিলোতে আছে, যখন ধনিয়া, যা আগে ফ্রি-তেই পাওয়া যেত, এখন ৫০ রুপি লাগছে।’’
ওই রিপোর্ট অনুযায়ী, ‘‘ ক‍্যাপসিকামের দাম কমে ৩০০ টাকা কিলো হয়েছে। ঢেঁড়শও বিক্রি হচ্ছে একই দামে। শসা ১৫০ রুপি প্রতি কিলো, স্থানীয় লাল গাজর ২০০ রুপি প্রতি কিলোতে পাওয়া যাচ্ছে। লেবু ৩০০ রুপি প্রতি কিলোতে আছে, যখন ধনিয়া, যা আগে ফ্রি-তেই পাওয়া যেত, এখন ৫০ রুপি লাগছে।’’
advertisement
advertisement
advertisement