করোনা অতিমারির সুযোগে ৪ হাজারের বেশি জঙ্গিকে তালিকা থেকে বাদ দিয়েছে পাকিস্তান: রাষ্ট্রসঙ্ঘে কড়া ভারত
জেনেভায় রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পবন বাধে বলেন, 'জঙ্গি প্রশিক্ষণ শিবির, জঙ্গিদের লঞ্চ প্যাড পুরোদমে চলছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অঞ্চলে৷


রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম বার্ষিক সাধারণ সভায় জঙ্গি দমনে পাকিস্তানের মনোভাব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল ভারত৷ রাষ্ট্রসঙ্ঘে ভারত জানাল, করোনা অতিমারির আবহে ৪ হাজার জঙ্গিকে জঙ্গি তালিকা থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান৷ একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ডেমোগ্রাফি বা জনসংখ্যা পরিবর্তন করা হচ্ছে বলেও অভিযোগ করে ভারত৷


গত শুক্রবারই রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যু তুলেছিল পাকিস্তান৷ শুধু রাষ্ট্রসঙ্ঘেই নয়, একাধিক আন্তর্জাতিক মঞ্চেই কাশ্মীর ইস্যু তুলছে পাকিস্তান৷ সোমবার ইসলামাবাদের বিরুদ্ধে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানাল ভারত৷


জেনেভায় রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পবন বাধে বলেন, 'জঙ্গি প্রশিক্ষণ শিবির, জঙ্গিদের লঞ্চ প্যাড পুরোদমে চলছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অঞ্চলে৷ যখন গোটা বিশ্ব Covid-19 অতিমারির সঙ্গে লড়াই করছে, তখন চুপিসারে পাকিস্তান ৪ হাজারের বেশি সন্ত্রাসবাদীর নাম জঙ্গিতালিকা থেকে বাদ করে দিয়েছে৷ যাতে সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বজায় থাকে৷'


দিন দুয়েক আগেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান৷ বিভিন্ন দেশে 'ইসলামোফোবিয়া' বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ Covid-19 অতিমারির আবহে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো চলছে৷ পাক সংবাদপত্র ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইমরানের বক্তব্য, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷ পাক প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই মিজিতো ভিনিতো ওয়াক আউট করেন৷ ভারত এরপর পাকিস্তানকে জানায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ও থাকবে৷ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷


রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো জবাবে বলেন, ' রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভা সাক্ষী থাকল এক নতুন ধরনের নীচুমানের কূটনীতির৷ পাকিস্তানের রাষ্ট্রনেতা হিংসা ও বিদ্বেষে প্ররোচনা জোগাচ্ছে যারা, তাদের হয়ে কথা বললেন৷ কিন্তু উনি কি নিজেদের দিকে তাকিয়েছেন? এই সভা এমন একজনের দীর্ঘ গলাবাজি শুনল, যাঁর বিশ্ববাসীর কাছে তুলে ধরার মতো কিছু নেই৷ বলার মতো কিছু নেই৷ বিশ্বের উপকারে কিছু ভাল পরামর্শ দেওয়ার মতোও কিছু নেই৷ আমরা দেখলাম মিথ্যে, যুদ্ধে উস্কানিমূলক কিছু বিভ্রান্তিকর বক্তব্য শোনা গেল এই সভার মাধ্যমে৷'


ভারতের বিবৃতিতে বলা হয়, 'আজ যিনি রাষ্ট্রসঙ্ঘে বিষোদগার করছেন, তিনি ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বসমক্ষে স্বীকার করেছিলেন, পাকিস্তানে এখনও ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে, যারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তান ও জম্মু-কাশ্মীরে ভারতের অংশে হামলা চালাচ্ছে৷ এই সেই দেশ, যারা ধাপে ধাপে সংখ্যালঘুদের সাফ করছে৷ তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, শিখ সহ অন্যান্যরা রয়েছেন৷ ইসলামোফোবিয়ার কথা তুলে চিত্কার করা আপনাদের মানায় না৷ পাকিস্তান সেই দেশ, যারা তাদের দেশের একটি নির্দিষ্ট অংশের মুসলিমদের উপর দিনের পর দিন অত্যাচার করছে৷'