করোনা অতিমারির সুযোগে ৪ হাজারের বেশি জঙ্গিকে তালিকা থেকে বাদ দিয়েছে পাকিস্তান: রাষ্ট্রসঙ্ঘে কড়া ভারত
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
জেনেভায় রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পবন বাধে বলেন, 'জঙ্গি প্রশিক্ষণ শিবির, জঙ্গিদের লঞ্চ প্যাড পুরোদমে চলছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অঞ্চলে৷
রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম বার্ষিক সাধারণ সভায় জঙ্গি দমনে পাকিস্তানের মনোভাব নিয়ে কড়া প্রতিক্রিয়া দিল ভারত৷ রাষ্ট্রসঙ্ঘে ভারত জানাল, করোনা অতিমারির আবহে ৪ হাজার জঙ্গিকে জঙ্গি তালিকা থেকে সরিয়ে দিয়েছে পাকিস্তান৷ একই সঙ্গে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ডেমোগ্রাফি বা জনসংখ্যা পরিবর্তন করা হচ্ছে বলেও অভিযোগ করে ভারত৷
advertisement
advertisement
জেনেভায় রাষ্ট্রসঙ্ঘে ভারতের ফার্স্ট সেক্রেটারি পবন বাধে বলেন, 'জঙ্গি প্রশিক্ষণ শিবির, জঙ্গিদের লঞ্চ প্যাড পুরোদমে চলছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অঞ্চলে৷ যখন গোটা বিশ্ব Covid-19 অতিমারির সঙ্গে লড়াই করছে, তখন চুপিসারে পাকিস্তান ৪ হাজারের বেশি সন্ত্রাসবাদীর নাম জঙ্গিতালিকা থেকে বাদ করে দিয়েছে৷ যাতে সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপ বজায় থাকে৷'
advertisement
দিন দুয়েক আগেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভিডিও বিবৃতিতে কাশ্মীর সহ ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন ইমরান৷ বিভিন্ন দেশে 'ইসলামোফোবিয়া' বাড়ছে৷ মুসলমানদের খুন করা হচ্ছে, মসজিদ ভাঙা হচ্ছে৷ Covid-19 অতিমারির আবহে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো চলছে৷ পাক সংবাদপত্র ডন-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ইমরানের বক্তব্য, ভারত তাদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে পাকিস্তানের বিরুদ্ধে সেনাকে ব্যবহার করছে৷ পাক প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হতেই মিজিতো ভিনিতো ওয়াক আউট করেন৷ ভারত এরপর পাকিস্তানকে জানায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল আছে ও থাকবে৷ এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷
advertisement
রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী মিশনে ফার্স্ট সেক্রেটারি মিজিতো ভিনিতো জবাবে বলেন, ' রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম সাধারণ সভা সাক্ষী থাকল এক নতুন ধরনের নীচুমানের কূটনীতির৷ পাকিস্তানের রাষ্ট্রনেতা হিংসা ও বিদ্বেষে প্ররোচনা জোগাচ্ছে যারা, তাদের হয়ে কথা বললেন৷ কিন্তু উনি কি নিজেদের দিকে তাকিয়েছেন? এই সভা এমন একজনের দীর্ঘ গলাবাজি শুনল, যাঁর বিশ্ববাসীর কাছে তুলে ধরার মতো কিছু নেই৷ বলার মতো কিছু নেই৷ বিশ্বের উপকারে কিছু ভাল পরামর্শ দেওয়ার মতোও কিছু নেই৷ আমরা দেখলাম মিথ্যে, যুদ্ধে উস্কানিমূলক কিছু বিভ্রান্তিকর বক্তব্য শোনা গেল এই সভার মাধ্যমে৷'
advertisement
ভারতের বিবৃতিতে বলা হয়, 'আজ যিনি রাষ্ট্রসঙ্ঘে বিষোদগার করছেন, তিনি ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বসমক্ষে স্বীকার করেছিলেন, পাকিস্তানে এখনও ৩০ থেকে ৪০ হাজার জঙ্গি রয়েছে, যারা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে আফগানিস্তান ও জম্মু-কাশ্মীরে ভারতের অংশে হামলা চালাচ্ছে৷ এই সেই দেশ, যারা ধাপে ধাপে সংখ্যালঘুদের সাফ করছে৷ তার মধ্যে হিন্দু, খ্রিস্টান, শিখ সহ অন্যান্যরা রয়েছেন৷ ইসলামোফোবিয়ার কথা তুলে চিত্কার করা আপনাদের মানায় না৷ পাকিস্তান সেই দেশ, যারা তাদের দেশের একটি নির্দিষ্ট অংশের মুসলিমদের উপর দিনের পর দিন অত্যাচার করছে৷'