Pakistan and China Nexus: এত সাহস, ভারতকে বানিয়েছিল ‘জ্যান্ত ল্যাব’! চিন-পাকিস্তানের সব কুকর্ম ফাঁস...এই প্রথম সরাসরি টার্গেট বেজিং
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
শুক্রবার বেজিং-ইসলামাবাদের যোগসূত্র ফঁস করে ভারতীয় সেনাবাহিনীর একজন শীর্ষকর্তা জানিয়েছেন, অপারেশন সিঁদুরের সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে ‘সম্ভাব্য সব রকম’ সাহায্য করেছিল চিন৷
নয়াদিল্লি: এতদিন শুধু আন্দাজ করা হচ্ছিল৷ ঠারেঠোরে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, পাকিস্তান শুধু একা নয়, পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে অপারেশন সিঁদুরে মাঠে নেমেছিল এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ, চিন৷ এবার সম্ভবত প্রথমবার অপারেশন সিঁদুরে ভারত-পাক সংঘর্ষে সরাসরি চিনের ভূমিকার কথা জানাল ভারত৷ বেজিংয়ের বিরুদ্ধে আনল সরাসরি অভিযোগ৷
advertisement
advertisement
ভারতীয় সেনার ডেপুটি চিফ স্টাফ (ক্ষমতা উন্নয়ন ও ভরণপোষণ), লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং বলেছেন, ৭ থেকে ১০ মে চার দিনের সংঘর্ষের সময়কালে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে ডিজিএমও-স্তরের আলোচনা চলছে, তখন চিন পাকিস্তানকে ভারতের সমস্ত গুরুত্বপূর্ণ লোকেশনের ‘লাইভ আপডেট’ (ভেক্টর শেয়ার করেছে) দিয়েছে৷
advertisement
advertisement
advertisement