ডেটিং অ্যাপেই উচ্ছন্নে যাচ্ছে দেশ! ফতোয়া জারি করে নিষিদ্ধ হল একাধিক লাইভ স্ট্রিমিং অ্যাপও

Last Updated:
পাক প্রশাসনের দাবি সমাজের তরুণ প্রজন্ম ভেসে যাচ্ছে অশ্লীলতায়!
1/4
পাকিস্তানের টেলিকমের ওপর নজর রাখা সংস্থা পাঁচটি ডেটিং অ্যাপ সহ একাধিক লাইভ স্ট্রিমিং অ্যাপ ব্যান করে দিল৷ এরমধ্যে রয়েছে দারুণ পপুলার টিন্ডার অ্যাপও৷ পাক প্রশাসনের দাবি এই সাইট গুলিতে "immoral" অর্থাৎ অনৈতিক কনটেন্ট রয়েছে৷ পাকিস্তান টেলি কমিউনিকেশন অথরিটি (PTA) জানিয়েছে টিন্ডার, ট্যাগড, স্কুট , গ্রিন্ডার ও সে হাই -র মধ্যে সঠিক ধরণের কার্যকলাপ হয় না, তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ Photo- File
পাকিস্তানের টেলিকমের ওপর নজর রাখা সংস্থা পাঁচটি ডেটিং অ্যাপ সহ একাধিক লাইভ স্ট্রিমিং অ্যাপ ব্যান করে দিল৷ এরমধ্যে রয়েছে দারুণ পপুলার টিন্ডার অ্যাপও৷ পাক প্রশাসনের দাবি এই সাইট গুলিতে "immoral" অর্থাৎ অনৈতিক কনটেন্ট রয়েছে৷ পাকিস্তান টেলি কমিউনিকেশন অথরিটি (PTA) জানিয়েছে টিন্ডার, ট্যাগড, স্কুট , গ্রিন্ডার ও সে হাই -র মধ্যে সঠিক ধরণের কার্যকলাপ হয় না, তাই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে৷ Photo- File
advertisement
2/4
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অ্যাপগুলিকে নিজেদের "dating services" তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল৷ এর পাশাপাশি পাকিস্তানের আইনের নির্দেশিত মধ্যম মানের বিষয় লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি ছিল৷ কিন্তু সরকারের সেই নির্দেশকে মানেনি এই ডেটিং অ্যাপগুলি৷ নির্ধারিত সময়ের মধ্যে তাদের দেওয়া নোটিশের ভিত্তিতে উত্তর না দেওয়ার কারণে চরম সিদ্ধান্ত নেয় পাক প্রশাসন আর বন্ধ করে দেওয়া হয় এই ডেটিং ও লাইভ স্ট্রিমিং অ্যাপগুলি৷ Photo- File
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই অ্যাপগুলিকে নিজেদের "dating services" তুলে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল৷ এর পাশাপাশি পাকিস্তানের আইনের নির্দেশিত মধ্যম মানের বিষয় লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি ছিল৷ কিন্তু সরকারের সেই নির্দেশকে মানেনি এই ডেটিং অ্যাপগুলি৷ নির্ধারিত সময়ের মধ্যে তাদের দেওয়া নোটিশের ভিত্তিতে উত্তর না দেওয়ার কারণে চরম সিদ্ধান্ত নেয় পাক প্রশাসন আর বন্ধ করে দেওয়া হয় এই ডেটিং ও লাইভ স্ট্রিমিং অ্যাপগুলি৷ Photo- File
advertisement
3/4
যদিও পিটিএ জানিয়েছে এরপরে যদি এই অ্যাপগুলি পাকিস্তানের আইন মেনে নিজেদের পরিবর্তন করে ও নিজেদের অ্যাপের পরিশিলিত ভিডিও লাইভ স্ট্রিমিং করে তাহলে তাদের ব্লকিং তুলে দেওয়া হবে৷ পাকিস্তানের টেলিকম অথরিটি নিয়মিত নজরদারি করে এই ধরণের অ্যাপগুলির ওপর৷ Photo- File
যদিও পিটিএ জানিয়েছে এরপরে যদি এই অ্যাপগুলি পাকিস্তানের আইন মেনে নিজেদের পরিবর্তন করে ও নিজেদের অ্যাপের পরিশিলিত ভিডিও লাইভ স্ট্রিমিং করে তাহলে তাদের ব্লকিং তুলে দেওয়া হবে৷ পাকিস্তানের টেলিকম অথরিটি নিয়মিত নজরদারি করে এই ধরণের অ্যাপগুলির ওপর৷ Photo- File
advertisement
4/4
এর আগে TikTok-র ভিডিও শেয়ারিং অ্যাপ বিগোকে নিষিদ্ধ করেছিল, কারণ সেখানে অশ্লীল জিনিসের প্রদর্শন হচ্ছিল৷ এছাড়াও পাকিস্তান জুন মাস থেকে নিষিদ্ধ করেছে দারুণ জনপ্রিয় PlayerUnknown's Battle Ground (PUBG) গেম৷ তাদের দাবি এতে পড়ুয়াদের মূল্যবান সময় অযথা নেশার পিছনে যায়৷ যদিও জুলাই মাসে আবার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ কারণ এই গেমের কর্তৃপক্ষ জানিয়েছেন বাবা-মায়ের উষ্মার বিষয়টি তারা মাথায় রাখবেন৷ Photo- File
এর আগে TikTok-র ভিডিও শেয়ারিং অ্যাপ বিগোকে নিষিদ্ধ করেছিল, কারণ সেখানে অশ্লীল জিনিসের প্রদর্শন হচ্ছিল৷ এছাড়াও পাকিস্তান জুন মাস থেকে নিষিদ্ধ করেছে দারুণ জনপ্রিয় PlayerUnknown's Battle Ground (PUBG) গেম৷ তাদের দাবি এতে পড়ুয়াদের মূল্যবান সময় অযথা নেশার পিছনে যায়৷ যদিও জুলাই মাসে আবার তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ কারণ এই গেমের কর্তৃপক্ষ জানিয়েছেন বাবা-মায়ের উষ্মার বিষয়টি তারা মাথায় রাখবেন৷ Photo- File
advertisement
advertisement
advertisement