Pahalgam Terror Attack: ‘কুকুরের লেজ কিছুতেই সোজা হয় না’- ভারত থেকে পলাতক, পাকিস্তানের গলায় গলায় দোস্ত, বলে দিল যুদ্ধ হলে ‘পঞ্জাব পেরোতে দেব না’

Last Updated:
Pahalgam Terror Attack: পান্নু 'ইটের দেয়ালের' মতো প্রতিরক্ষা কবচ হয়ে পাকিস্তানের পাশে থাকার দাবি করেছেন এবং বলেছেন যে আমরা বিশ কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি।
1/4
নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলায় আমেরিকা ও রাশিয়া সহ পৃথিবীর বেশিরভাগ দেশই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে৷ কিন্তু ভারতের এক শত্রু পাকিস্তানের সঙ্গ দিচ্ছে। ভারতবিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নু ফের বিষোদ্গার করেছেন। এবার পান্নু প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছেন এবং হুমকি দিয়েছেন যে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে তিনি ভারতীয় সেনাবাহিনীকে পঞ্জাব পেরিয়ে আর পাকিস্তানের দিকে অগ্রসর হতে দেবেন না।
নয়াদিল্লি: পহেলগাঁও জঙ্গি হামলায় আমেরিকা ও রাশিয়া সহ পৃথিবীর বেশিরভাগ দেশই ভারতের পাশে এসে দাঁড়িয়েছে৷ কিন্তু ভারতের এক শত্রু পাকিস্তানের সঙ্গ দিচ্ছে। ভারতবিরোধী কার্যকলাপের জন্য কুখ্যাত খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নু ফের বিষোদ্গার করেছেন। এবার পান্নু প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছেন এবং হুমকি দিয়েছেন যে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে তিনি ভারতীয় সেনাবাহিনীকে পঞ্জাব পেরিয়ে আর পাকিস্তানের দিকে অগ্রসর হতে দেবেন না।
advertisement
2/4
পান্নু নিজেও পলাতক। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির ভয় এতটাই যে পান্নু আন্ডারকভার থেকে প্রকাশ্যে আসতে পারেন না। এখন তিনিই কথার খই ফুটিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে। পান্নু হুমকি দিয়ে বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তান আক্রমণ করতে দেব না। শুধু তাই নয়, পান্নু 'ইটের দেয়ালের' মতো প্রতিরক্ষা কবচ হয়ে পাকিস্তানের পাশে থাকার দাবি করেছেন এবং বলেছেন যে আমরা বিশ কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি। শুধু তাই নয়, তিনি পাকিস্তানের প্রশংসাও করছেন।
পান্নু নিজেও পলাতক। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির ভয় এতটাই যে পান্নু আন্ডারকভার থেকে প্রকাশ্যে আসতে পারেন না। এখন তিনিই কথার খই ফুটিয়ে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের কথা বলছে। পান্নু হুমকি দিয়ে বলেন, আমরা ভারতীয় সেনাবাহিনীকে পঞ্জাবের মধ্য দিয়ে পাকিস্তান আক্রমণ করতে দেব না। শুধু তাই নয়, পান্নু 'ইটের দেয়ালের' মতো প্রতিরক্ষা কবচ হয়ে পাকিস্তানের পাশে থাকার দাবি করেছেন এবং বলেছেন যে আমরা বিশ কোটি শিখ পাকিস্তানের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছি। শুধু তাই নয়, তিনি পাকিস্তানের প্রশংসাও করছেন।
advertisement
3/4
পান্নু এনএসএ অজিত ডোভালকে এতটাই ভয় পান যে তিনি নিজে কাঁপছেন। তিনিই আবার পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের নেতাদের এবং ভারত সরকারের বিরুদ্ধে অযৌক্তিক বক্তব্য পেশ করছেন৷
পান্নু এনএসএ অজিত ডোভালকে এতটাই ভয় পান যে তিনি নিজে কাঁপছেন। তিনিই আবার পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতের নেতাদের এবং ভারত সরকারের বিরুদ্ধে অযৌক্তিক বক্তব্য পেশ করছেন৷
advertisement
4/4
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জানুনভারত সরকার ২০২০ সালে পান্নুকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে পাশাপাশি তার সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। পান্নুর পাকিস্তান সংযোগও আছে। তিনি পাকিস্তানি নাগরিক মহম্মদ সলমান ইউনুসের সঙ্গে শিখ ফর জাস্টিস (এসএফজে) গঠন করেছিলেন। এই সংস্থাটি ISAI-এর নির্দেশে কাজ করছে। ভারতের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ পরিচালনা করে। ইউনূস বর্তমানে SFJ-এর গ্লোবাল খালিস্তান গণভোটের সমন্বয়কারী।
পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জানুন
ভারত সরকার ২০২০ সালে পান্নুকে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে পাশাপাশি তার সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল। পান্নুর পাকিস্তান সংযোগও আছে। তিনি পাকিস্তানি নাগরিক মহম্মদ সলমান ইউনুসের সঙ্গে শিখ ফর জাস্টিস (এসএফজে) গঠন করেছিলেন। এই সংস্থাটি ISAI-এর নির্দেশে কাজ করছে। ভারতের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ পরিচালনা করে। ইউনূস বর্তমানে SFJ-এর গ্লোবাল খালিস্তান গণভোটের সমন্বয়কারী।
advertisement
advertisement
advertisement