আলোচনায় এখন বাংলাদেশের পদ্মা সেতু। গোটা পৃথিবীর নজর কেড়ে নিয়েছে এই সেতু। পদ্মা সেতুতে (Padma Setu) যান চলাচল শুরু হওয়ার দিনই মারাত্মক ঘটনা ঘটে। গাড়িতে করে এক বন্ধুকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন বায়েজিদ তালহা নামে এক ব্যক্তি। টোল প্লাজায় টাকা দিয়ে সেতুর জাজিরা প্রান্ত ঘুরে ফেরার সময় ৩০ থেকে ৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী জায়গায় ওই ব্যক্তি নামেন টিকটক ভিডিও তৈরির জন্য।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন করেন। রবিবার ভোর থেকে বহু প্রত্যাশার এই সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আর ওই দিন দুপুরের পরই ফেসবুকে ছড়িয়ে পড়ে এই ভিডিও। তাতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর পিলারের নাট খুলে তুলে ধরেছেন। এর কয়েক ঘণ্টার মধ্যে বিকেলে ঢাকার শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে (৩১) গ্রেফতার করে পুলিশ।
কী ধরনের সরঞ্জাম দিয়ে নাট খোলা হয়েছে, সে প্রশ্নের জবাবে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানিয়েছেন, ‘পদ্মা সেতুর নাটবল্টু হাত দিয়ে খোলা সম্ভব নয়। এ বিষয়ে আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করে জেনেছি, এত বড় একটি কাজের নাটবল্টু হাত দিয়ে খোলা যাবে না।’ তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়েজিদ নাট খোলার কথা স্বীকার করেছেন। তবে তিনি কীভাবে এ কাজ করেছেন, সে বিষয়ে এখনো কোনো তথ্য দেননি।