#কলকাতা: বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় পদ্মা সেতু (Padma Setu)। সেই পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উৎফুল্ল, উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ। দেশের অন্য সবার মতো উৎফুল্ল প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) ও তার একমাত্র মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও।
সেই পদ্মা সেতু উদ্বোধনের সময় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, প্রধানমন্ত্রী কন্যা পুতুল ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করছেন। সেই সময় তার চুলগুলো বাতাসে উড়ছে। তা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ের চুল বাঁধতে নিজের ক্লিপ খুলে দেন। সেই দৃশ্য নজর কেড়েছে সকলের।