Taliban Rule In Afgahanistan: তালিবান শাসনের দেড় মাস, কেমন দেখাচ্ছে আফগানিস্তানের রাস্তাঘাট! দেখুন ছবিতে

Last Updated:
Taliban In Afghanistan: বোরখা ছাড়া এক পা বাড়ির বাইরে বেরোতে পারবেন না মহিলারা। ফতোয়া জারি করেছে তালিবান প্রশাসন।
1/8
তালিবান শাসনের দেড় মাস পার করল আফগানিস্তান। আতঙ্ক, উত্কন্ঠা, ভয়, বারুদের গন্ধ এখনও ঘিরে রয়েছে কাবুলের রাস্তাঘাটে। তালিবান শাসনে এখন কেমন দেখাচ্ছে কাবুলের রাস্তা, সেটাই তুলে ধরলাম আমরা, ছবির মাধ্যমে।
তালিবান শাসনের দেড় মাস পার করল আফগানিস্তান। আতঙ্ক, উত্কন্ঠা, ভয়, বারুদের গন্ধ এখনও ঘিরে রয়েছে কাবুলের রাস্তাঘাটে। তালিবান শাসনে এখন কেমন দেখাচ্ছে কাবুলের রাস্তা, সেটাই তুলে ধরলাম আমরা, ছবির মাধ্যমে।
advertisement
2/8
বোরখা ছাড়া মহিলাদের বাইরে বেরনো নিষিদ্ধ। তালিবান শাসনের নিদান, মহিলাদের বোরখায় শরীর ঢেকে রাখতে হবে।
বোরখা ছাড়া মহিলাদের বাইরে বেরনো নিষিদ্ধ। তালিবান শাসনের নিদান, মহিলাদের বোরখায় শরীর ঢেকে রাখতে হবে।
advertisement
3/8
কাবুলের শহর-ই-ন পার্ক এলাকায় এখনও অনেক ঘরছাড়া মানুষ বাস করছেন তাঁবুতে। তাঁরা তালিবান সন্ত্রাসে বাড়িঘর হারিয়ে এখন রাস্তায়।
কাবুলের শহর-ই-ন পার্ক এলাকায় এখনও অনেক ঘরছাড়া মানুষ বাস করছেন তাঁবুতে। তাঁরা তালিবান সন্ত্রাসে বাড়িঘর হারিয়ে এখন রাস্তায়।
advertisement
4/8
ছোট বাচ্চাদের নিয়ে অনেক মা-ই এখন কাবুলের রাস্তায়। তাঁবুই এখন তাঁদের আশ্রয়স্থল।
ছোট বাচ্চাদের নিয়ে অনেক মা-ই এখন কাবুলের রাস্তায়। তাঁবুই এখন তাঁদের আশ্রয়স্থল।
advertisement
5/8
তালিবান শাসনে মহিলাদের আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে। কাউকে খুন করেছে তালিবান। কাউকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। কেউ আবার বাড়ি-ঘর হারিয়ে উদ্বাস্তু হয়েছেন।
তালিবান শাসনে মহিলাদের আবার শূন্য থেকে শুরু করতে হচ্ছে। কাউকে খুন করেছে তালিবান। কাউকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। কেউ আবার বাড়ি-ঘর হারিয়ে উদ্বাস্তু হয়েছেন।
advertisement
6/8
ভিসার জন্য ইরান এমব্যাসির সামনে মহিলাদের ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন।
ভিসার জন্য ইরান এমব্যাসির সামনে মহিলাদের ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন।
advertisement
7/8
বোরখা ছাড়া মহিলারা এক পা ঘর থেকে বাইরে বেরোতে পারবেন না। এমনই ফতোয়া জারি করেছে তালিবান প্রশাসন।
বোরখা ছাড়া মহিলারা এক পা ঘর থেকে বাইরে বেরোতে পারবেন না। এমনই ফতোয়া জারি করেছে তালিবান প্রশাসন।
advertisement
8/8
কাবুলের রাস্তায় দেখা যাচ্ছে বন্দুকধারী পাহারাদার। মহিলারা বোরখা পরছেন কি না সেদিকে কড়া নজর থাকছে তাদের।
কাবুলের রাস্তায় দেখা যাচ্ছে বন্দুকধারী পাহারাদার। মহিলারা বোরখা পরছেন কি না সেদিকে কড়া নজর থাকছে তাদের।
advertisement
advertisement
advertisement