হাজার হাজার বছর সমুদ্রের নীচে থাকার পরও অক্ষত! প্রাচীন এই বইটি আসলে কোরান না বাইবেল জানেন?

Last Updated:
1/6
সোশ্যাল মিডিয়ায় বহু সময় ধরেই ভাইরাল একটি বইয়ের ছবি ৷ হাজার হাজার বছর ধরে সমুদ্রের জলের নীচে থাকার পর উদ্ধার ৷ বইটির অবস্থা দেখেই স্পষ্ট যে দীর্ঘ সময় ধরে এটি জলের নীচে ছিল ৷ কিন্তু বিতর্ক বইটি আসলে কী? কোরান না বাইবেল?
সোশ্যাল মিডিয়ায় বহু সময় ধরেই ভাইরাল একটি বইয়ের ছবি ৷ হাজার হাজার বছর ধরে সমুদ্রের জলের নীচে থাকার পর উদ্ধার ৷ বইটির অবস্থা দেখেই স্পষ্ট যে দীর্ঘ সময় ধরে এটি জলের নীচে ছিল ৷ কিন্তু বিতর্ক বইটি আসলে কী? কোরান না বাইবেল?
advertisement
2/6
 ‘সমুদ্রগর্ভ থেকে খুঁজে পাওয়া গিয়েছে’ এই বলে বইটির ছবি হাজারেরও বেশিবার ফেসবুকে শেয়ার করা হয়েছে ৷ প্রশ্ন একটাই কোন জাদুবলে অক্ষত রয়েছে এই বইটি ৷ নেটিজেনদের দাবি, ধর্মীয় জাদুতেই এমন মিরাকেল ৷ কিন্তু কোন ধর্মীয় গ্রন্থ এটি, ইসলামিক গ্রন্থ না খ্রিষ্টান?
‘সমুদ্রগর্ভ থেকে খুঁজে পাওয়া গিয়েছে’ এই বলে বইটির ছবি হাজারেরও বেশিবার ফেসবুকে শেয়ার করা হয়েছে ৷ প্রশ্ন একটাই কোন জাদুবলে অক্ষত রয়েছে এই বইটি ৷ নেটিজেনদের দাবি, ধর্মীয় জাদুতেই এমন মিরাকেল ৷ কিন্তু কোন ধর্মীয় গ্রন্থ এটি, ইসলামিক গ্রন্থ না খ্রিষ্টান?
advertisement
3/6
কেউ এই বইটির ছবি শেয়ার করেছেন, দেখুন বাইবেলের মিরাকেল ৷ ২০১৮ সালের নভেম্বরে পোস্ট হওয়া এই ‘বাইবেল’-এর ছবি ৪০০০ বার শেয়ার হয়েছে ৷
কেউ এই বইটির ছবি শেয়ার করেছেন, দেখুন বাইবেলের মিরাকেল ৷ ২০১৮ সালের নভেম্বরে পোস্ট হওয়া এই ‘বাইবেল’-এর ছবি ৪০০০ বার শেয়ার হয়েছে ৷
advertisement
4/6
কেউ আবার কোরানের শক্তির উদাহরণ দিয়েই শেয়ার করেছেন এই বই ৷ বলেছেন, দেখুন আল্লার শক্তি ৷ হাজার বছর সমুদ্রের তলায় থেকেও অক্ষত ‘কোরান’৷ ২০১৭ সালে ট্যুইট করা এই ছবিটি ১৫,৭৫০ বার রিট্যুইট এবং এতে ১৪,৭৩০টিরও বেশি লাইক পড়েছে ৷
কেউ আবার কোরানের শক্তির উদাহরণ দিয়েই শেয়ার করেছেন এই বই ৷ বলেছেন, দেখুন আল্লার শক্তি ৷ হাজার বছর সমুদ্রের তলায় থেকেও অক্ষত ‘কোরান’৷ ২০১৭ সালে ট্যুইট করা এই ছবিটি ১৫,৭৫০ বার রিট্যুইট এবং এতে ১৪,৭৩০টিরও বেশি লাইক পড়েছে ৷
advertisement
5/6
গুগল সমাধান করেছে এই ধাঁধার ৷ বইটি আসলে কী? গুগলের কাছেই আরও লক্ষ কোটি প্রশ্নের মতো পাওয়া গিয়েছে এর উত্তর ৷ গুগল সার্চ দিতে দেখা গিয়েছে, এটি কোরানও নয় বাইবেলও নয় ৷ এমনকি এটা সমুদ্রের তলা থেকেও উদ্ধার হয়নি ৷
গুগল সমাধান করেছে এই ধাঁধার ৷ বইটি আসলে কী? গুগলের কাছেই আরও লক্ষ কোটি প্রশ্নের মতো পাওয়া গিয়েছে এর উত্তর ৷ গুগল সার্চ দিতে দেখা গিয়েছে, এটি কোরানও নয় বাইবেলও নয় ৷ এমনকি এটা সমুদ্রের তলা থেকেও উদ্ধার হয়নি ৷
advertisement
6/6
এই বইটি আসলে একজন মার্কিন আর্টিস্ট ক্যাথরিন ম্যাকএভারের ৷ ২০১৪ সালের ১৮ মে নিজের ব্লগে এই বইয়ের ছবি দিয়ে লেখেন, একটা জার্মান-ইংলিশ ডিকশনারিকে তিনি কিভাবে ক্লিনিং প্রোডাক্ট বোরক্স দিয়ে ক্রিস্টালে পরিণত করেছেন ৷ এটি কোনও ধর্মগ্রন্থ নয়, একটি ডিকশনারি ৷ এমনকি কোনও গড বা আল্লার কেরামতিতে নয়, ক্যাথরিনের হাতযশেই ডিকশনারিটির এমন রূপ ৷
এই বইটি আসলে একজন মার্কিন আর্টিস্ট ক্যাথরিন ম্যাকএভারের ৷ ২০১৪ সালের ১৮ মে নিজের ব্লগে এই বইয়ের ছবি দিয়ে লেখেন, একটা জার্মান-ইংলিশ ডিকশনারিকে তিনি কিভাবে ক্লিনিং প্রোডাক্ট বোরক্স দিয়ে ক্রিস্টালে পরিণত করেছেন ৷ এটি কোনও ধর্মগ্রন্থ নয়, একটি ডিকশনারি ৷ এমনকি কোনও গড বা আল্লার কেরামতিতে নয়, ক্যাথরিনের হাতযশেই ডিকশনারিটির এমন রূপ ৷
advertisement
advertisement
advertisement