NASA: মার্চ মাসেই সৌর ঝড়! পৃথিবীতে প্রভাব পড়বে কতটা, নাসার সতর্কতা শুনলে চমকে যেতে হয়

Last Updated:
NASA: নাসার পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশ করে আলোকময়তা দেখা যেতে পারে।
1/5
সৌর ঝড়! যার প্রভাবটা ঠিক কেমন হতে পারে, তা সম্পর্কে জনমানসে ধারণা কম। এই ঝড়ের ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে তা নিয়েও সাধারণের মধ্যে স্পষ্ট কোনও ধারনা আছে, এমনটা নয়।
সৌর ঝড়! যার প্রভাবটা ঠিক কেমন হতে পারে, তা সম্পর্কে জনমানসে ধারণা কম। এই ঝড়ের ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে তা নিয়েও সাধারণের মধ্যে স্পষ্ট কোনও ধারনা আছে, এমনটা নয়।
advertisement
2/5
সম্প্রতি নাসা জানিয়েছে, সোমবার, অর্থাৎ আজই সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর। এর ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও স্পষ্ট জানিয়েছে নাসা।
সম্প্রতি নাসা জানিয়েছে, সোমবার, অর্থাৎ আজই সৌর ঝড় আছড়ে পড়তে পারে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর। এর ফলে পৃথিবীতে কী প্রভাব পড়তে পারে, তা নিয়েও স্পষ্ট জানিয়েছে নাসা।
advertisement
3/5
নাসার পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশ করে আলোকময়তা দেখা যেতে পারে। যদিও বৈজ্ঞানিকদের দাবি, ইংল্যান্ডের সময় সকাল ছটা নাগাদ এই সৌর ঝড় আছড়ে পড়তে পারে। রবিবার, অর্থাৎ ১৮ ঘণ্টা আগে, এই বিষয়টি প্রথবার জানতে পারে নাসা।
নাসার পক্ষ থেকে বলা হয়েছে, এর ফলে গ্রীষ্মের আকাশে আরও বেশ করে আলোকময়তা দেখা যেতে পারে। যদিও বৈজ্ঞানিকদের দাবি, ইংল্যান্ডের সময় সকাল ছটা নাগাদ এই সৌর ঝড় আছড়ে পড়তে পারে। রবিবার, অর্থাৎ ১৮ ঘণ্টা আগে, এই বিষয়টি প্রথবার জানতে পারে নাসা।
advertisement
4/5
বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সোলার স্ট্রর্ম যখন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, তখন একটি বিশেষ প্রকাশ পরিস্থিতি তৈরি হয়। যেটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অরোরা পোলারিস। উচ্চ-তরঙ্গের রেডিও সিগন্যালে এর সমস্যা ধরা পড়তে পারে।
বৈজ্ঞানিকরা জানিয়েছেন, সোলার স্ট্রর্ম যখন পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে প্রবেশ করছে, তখন একটি বিশেষ প্রকাশ পরিস্থিতি তৈরি হয়। যেটিকে বৈজ্ঞানিক ভাষায় বলা হয় অরোরা পোলারিস। উচ্চ-তরঙ্গের রেডিও সিগন্যালে এর সমস্যা ধরা পড়তে পারে।
advertisement
5/5
যেহেতু সন্ধ্যা বেলায় এই ঝড় আছড়ে পড়বে, সেহেতু নিউ জিল্যান্ড, তাসমানিয়া ও দক্ষিণ মেরুর অংশে এই ছড়ের কারণে আলোক ছটা দেখা যেতে পারে। আকাশ যথেষ্ট পরিমাণে অন্ধকার থাকায় সৌর ঝড়ে়র ছটা এই মেরুতে আকাশে দেখা যেতে পারে।
যেহেতু সন্ধ্যা বেলায় এই ঝড় আছড়ে পড়বে, সেহেতু নিউ জিল্যান্ড, তাসমানিয়া ও দক্ষিণ মেরুর অংশে এই ছড়ের কারণে আলোক ছটা দেখা যেতে পারে। আকাশ যথেষ্ট পরিমাণে অন্ধকার থাকায় সৌর ঝড়ে়র ছটা এই মেরুতে আকাশে দেখা যেতে পারে।
advertisement
advertisement
advertisement