Most Expensive Things: ৫০ হাজার টাকা কিলো আলু! গাধার দুধের দাম শুনলে তো ভিড়মি খাবেন, দেখুন দুনিয়ার সবচেয়ে দামী ৬ জিনিস

Last Updated:
Most Expensive In The World:পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হল অ্যান্টিম্যাটার। NASA এর মতে, এর এক গ্রামের দাম প্রায় ৯০ ট্রিলিয়ন ডলার (প্রায় ৬৩ লক্ষ বিলিয়ন টাকা)। অ্যান্টিম্যাটার পরীক্ষাগারে প্রস্তুত করা হয় এবং এটি বিভিন্ন মহাকাশ সংক্রান্ত গবেষণায় কাজে ব্যবহৃত হয়।
1/7
পৃথিবীতে কিছু জিনিস তার গুণের জন্য দামী৷ আবার কিছু কিছু মানুষের শখের জন্য। আজ আমরা আপনাকে যে জিনিসগুলি সম্পর্কে বলব, সেগুলির দাম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন৷ ভাববেন, এমন জিনিসের এতটাও দাম হয় নাকি! (চিত্র ক্রেডিট: ক্যানভা)
পৃথিবীতে কিছু জিনিস তার গুণের জন্য দামী৷ আবার কিছু কিছু মানুষের শখের জন্য। আজ আমরা আপনাকে যে জিনিসগুলি সম্পর্কে বলব, সেগুলির দাম শুনলে আপনি আকাশ থেকে পড়বেন৷ ভাববেন, এমন জিনিসের এতটাও দাম হয় নাকি! (চিত্র ক্রেডিট: ক্যানভা)
advertisement
2/7
মুনস্টার জুতো বিশ্বের সবচেয়ে দামি জুতো৷ এর দাম ১৬৩ কোটি টাকা। সোনার তৈরি এবং হীরে জড়ানো এই মূল্যবান জুতোটি হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছিল তার মালিকের কাছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জুতো তৈরিতে ব্যবহার করা হয়েছে উল্কার অংশও। জুতোয় লাগানো রয়েথছে ৩০ ক্যারেট ডায়মন্ড। হিল সোনার তৈরি এবং ভ্যাম্পটি হীরে দিয়ে মোড়া৷ ২০১৭ সালে জতোটি তৈরি করেছিলেন আন্তোনিওস ভিয়াট্রি। (ছবি: জুতার জায়গা SA/facebook)
মুনস্টার জুতো বিশ্বের সবচেয়ে দামি জুতো৷ এর দাম ১৬৩ কোটি টাকা। সোনার তৈরি এবং হীরে জড়ানো এই মূল্যবান জুতোটি হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছিল তার মালিকের কাছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জুতো তৈরিতে ব্যবহার করা হয়েছে উল্কার অংশও। জুতোয় লাগানো রয়েথছে ৩০ ক্যারেট ডায়মন্ড। হিল সোনার তৈরি এবং ভ্যাম্পটি হীরে দিয়ে মোড়া৷ ২০১৭ সালে জতোটি তৈরি করেছিলেন আন্তোনিওস ভিয়াট্রি। (ছবি: জুতার জায়গা SA/facebook)
advertisement
3/7
ফ্রান্সে উৎপাদিত Le Bonnotte Potato এর দাম সোনা ও রুপোর দামের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নামতে পারে। জানেন এই প্রজাতির আলুর এক কেজির দাম কত? Le Bonnotte আলুর দাম প্রতি কেজির দাম ৫০,০০০ টাকা। (ছবি: @ফ্রান্সিন্থিয়াস/টুইটার)
ফ্রান্সে উৎপাদিত Le Bonnotte Potato এর দাম সোনা ও রুপোর দামের সঙ্গে রীতিমতো প্রতিযোগিতায় নামতে পারে। জানেন এই প্রজাতির আলুর এক কেজির দাম কত? Le Bonnotte আলুর দাম প্রতি কেজির দাম ৫০,০০০ টাকা। (ছবি: @ফ্রান্সিন্থিয়াস/টুইটার)
advertisement
4/7
গাধার দুধ সবচেয়ে দামি দুধ। আমেরিকা ও ইউরোপে এর চাহিদা বেশি। এখানে এক লিটার গাধার দুধের দাম ১৬০ ডলার পর্যন্ত হতে পারে। অর্থাৎ, এখানে এক লিটার দুধ পাওয়া যাচ্ছে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকায়।
গাধার দুধ সবচেয়ে দামি দুধ। আমেরিকা ও ইউরোপে এর চাহিদা বেশি। এখানে এক লিটার গাধার দুধের দাম ১৬০ ডলার পর্যন্ত হতে পারে। অর্থাৎ, এখানে এক লিটার দুধ পাওয়া যাচ্ছে প্রায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকায়।
advertisement
5/7
ঐতিহাসিক সুপ্রিম ইয়ট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নৌকো। এটি তৈরি করতে ব্যয় হয়েছিল ৪.৫ বিলিয়ন ডলার। এই ইয়টের ইন্টেরিয়ার ডিজাইনে ব্যবহার করা হয়েছে প্ল্যাটিনাম এবং সোনা। (চিত্র: @Maritimedigest1/twitter)
ঐতিহাসিক সুপ্রিম ইয়ট বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নৌকো। এটি তৈরি করতে ব্যয় হয়েছিল ৪.৫ বিলিয়ন ডলার। এই ইয়টের ইন্টেরিয়ার ডিজাইনে ব্যবহার করা হয়েছে প্ল্যাটিনাম এবং সোনা। (চিত্র: @Maritimedigest1/twitter)
advertisement
6/7
পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হল অ্যান্টিম্যাটার। NASA এর মতে, এর এক গ্রামের দাম প্রায় ৯০ ট্রিলিয়ন ডলার (প্রায় ৬৩ লক্ষ বিলিয়ন টাকা)। অ্যান্টিম্যাটার পরীক্ষাগারে প্রস্তুত করা হয় এবং এটি বিভিন্ন মহাকাশ সংক্রান্ত গবেষণায় কাজে ব্যবহৃত হয়।
পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হল অ্যান্টিম্যাটার। NASA এর মতে, এর এক গ্রামের দাম প্রায় ৯০ ট্রিলিয়ন ডলার (প্রায় ৬৩ লক্ষ বিলিয়ন টাকা)। অ্যান্টিম্যাটার পরীক্ষাগারে প্রস্তুত করা হয় এবং এটি বিভিন্ন মহাকাশ সংক্রান্ত গবেষণায় কাজে ব্যবহৃত হয়।
advertisement
7/7
রোলস রয়েস বোট টেইল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। যার মূল্য ২০৫ কোটি টাকা। এই গাড়ির সীমিত সংখ্যায় তৈরি করা হয়। তবে এই বিলাসবহুল গাড়িটি মাত্র ৪-সিটের৷
রোলস রয়েস বোট টেইল বিশ্বের সবচেয়ে দামি গাড়ি। যার মূল্য ২০৫ কোটি টাকা। এই গাড়ির সীমিত সংখ্যায় তৈরি করা হয়। তবে এই বিলাসবহুল গাড়িটি মাত্র ৪-সিটের৷
advertisement
advertisement
advertisement