Most Expensive Things: ৫০ হাজার টাকা কিলো আলু! গাধার দুধের দাম শুনলে তো ভিড়মি খাবেন, দেখুন দুনিয়ার সবচেয়ে দামী ৬ জিনিস
- Published by:Satabdi Adhikary
Last Updated:
Most Expensive In The World:পৃথিবীর সবচেয়ে দামি পদার্থ হল অ্যান্টিম্যাটার। NASA এর মতে, এর এক গ্রামের দাম প্রায় ৯০ ট্রিলিয়ন ডলার (প্রায় ৬৩ লক্ষ বিলিয়ন টাকা)। অ্যান্টিম্যাটার পরীক্ষাগারে প্রস্তুত করা হয় এবং এটি বিভিন্ন মহাকাশ সংক্রান্ত গবেষণায় কাজে ব্যবহৃত হয়।
advertisement
মুনস্টার জুতো বিশ্বের সবচেয়ে দামি জুতো৷ এর দাম ১৬৩ কোটি টাকা। সোনার তৈরি এবং হীরে জড়ানো এই মূল্যবান জুতোটি হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছিল তার মালিকের কাছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জুতো তৈরিতে ব্যবহার করা হয়েছে উল্কার অংশও। জুতোয় লাগানো রয়েথছে ৩০ ক্যারেট ডায়মন্ড। হিল সোনার তৈরি এবং ভ্যাম্পটি হীরে দিয়ে মোড়া৷ ২০১৭ সালে জতোটি তৈরি করেছিলেন আন্তোনিওস ভিয়াট্রি। (ছবি: জুতার জায়গা SA/facebook)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement