মুনস্টার জুতো বিশ্বের সবচেয়ে দামি জুতো৷ এর দাম ১৬৩ কোটি টাকা। সোনার তৈরি এবং হীরে জড়ানো এই মূল্যবান জুতোটি হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হয়েছিল তার মালিকের কাছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই জুতো তৈরিতে ব্যবহার করা হয়েছে উল্কার অংশও। জুতোয় লাগানো রয়েথছে ৩০ ক্যারেট ডায়মন্ড। হিল সোনার তৈরি এবং ভ্যাম্পটি হীরে দিয়ে মোড়া৷ ২০১৭ সালে জতোটি তৈরি করেছিলেন আন্তোনিওস ভিয়াট্রি। (ছবি: জুতার জায়গা SA/facebook)