Mossad: ইরানে 'মীরজাফর', মোসাদকে খোলা মাঠ করে দেয় তারাই! দেশের ভিতরের সেই 'শত্রুকে' খুঁজছেন খামেইনি! কে সেই মির্জা জানেন? চমকে উঠবেন

Last Updated:
Mossad: এই ডাবল এজেন্টরা ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক তথ্য ইজরায়েলের কাছে পাচার করেছেন।
1/10
গত ১৩ জুন ইজরাইল অপারেশন রাজিং লায়ন-এর মাধ্যমে ইরানে চূড়ান্ত অভিযান শুরু করলেও এই অভিযানের পরিকল্পনা চলছিল গত কয়েক বছর ধরে। এই দীর্ঘ সময়ে মোসাদের গোয়েন্দাদের বিপুল পরিমাণে বিশেষ অস্ত্র গোপনে ইরানে পাচার করার এবং দেশজুড়ে সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
গত ১৩ জুন ইজরাইল অপারেশন রাজিং লায়ন-এর মাধ্যমে ইরানে চূড়ান্ত অভিযান শুরু করলেও এই অভিযানের পরিকল্পনা চলছিল গত কয়েক বছর ধরে। এই দীর্ঘ সময়ে মোসাদের গোয়েন্দাদের বিপুল পরিমাণে বিশেষ অস্ত্র গোপনে ইরানে পাচার করার এবং দেশজুড়ে সেগুলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
advertisement
2/10
যাতে নির্ধারিত সময়ে নির্ধারিত নিশানা লক্ষ্য করে সেগুলো ব্যবহার করা যায়। গোয়েন্দারা জানত ইরানের সামরিক কমান্ডার ও কর্মকর্তারা কোথায় আছেন।
যাতে নির্ধারিত সময়ে নির্ধারিত নিশানা লক্ষ্য করে সেগুলো ব্যবহার করা যায়। গোয়েন্দারা জানত ইরানের সামরিক কমান্ডার ও কর্মকর্তারা কোথায় আছেন।
advertisement
3/10
এই ডাবল এজেন্টরা ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক তথ্য ইজরায়েলের কাছে পাচার করেছেন। এমনকি ২০১৮ সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যার পেছনেও মোসাদের হাত রয়েছে বলে ধারণা করা হয়। ইরান সরকার নিয়মিতভাবে মোসাদ-সংযুক্ত নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করলেও, পর্যবেক্ষকরা মনে করেন ইজরাইলের গোয়েন্দা কার্যক্রম ও নাশকতা থামানো পুরোপুরি সম্ভব হয়নি।
এই ডাবল এজেন্টরা ইরানের পরমাণু কর্মসূচি ও সামরিক তথ্য ইজরায়েলের কাছে পাচার করেছেন। এমনকি ২০১৮ সালে ইরানি পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদে হত্যার পেছনেও মোসাদের হাত রয়েছে বলে ধারণা করা হয়। ইরান সরকার নিয়মিতভাবে মোসাদ-সংযুক্ত নেটওয়ার্ক ভেঙে দেওয়ার দাবি করলেও, পর্যবেক্ষকরা মনে করেন ইজরাইলের গোয়েন্দা কার্যক্রম ও নাশকতা থামানো পুরোপুরি সম্ভব হয়নি।
advertisement
4/10
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারান ইরানের শেষ শাহ, মোহাম্মদ রেজা পাহলভি। পশ্চিমা ঘেষা কূটনীতি, নারী অধিকার ও বিতর্কিত সংস্কার কর্মসূচির কারণে জনরোষের মুখে পড়েন পাহলভি। অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর রুহুল্লাহ খোমেনি ও আয়াতুল্লাহ খামেনির হাত ধরে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। সূচনা হয় এক নতুন যুগের।
১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে ক্ষমতা হারান ইরানের শেষ শাহ, মোহাম্মদ রেজা পাহলভি। পশ্চিমা ঘেষা কূটনীতি, নারী অধিকার ও বিতর্কিত সংস্কার কর্মসূচির কারণে জনরোষের মুখে পড়েন পাহলভি। অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের জেরে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। এরপর রুহুল্লাহ খোমেনি ও আয়াতুল্লাহ খামেনির হাত ধরে ইরানে প্রতিষ্ঠিত হয় ইসলামী প্রজাতন্ত্র। সূচনা হয় এক নতুন যুগের।
advertisement
5/10
সেই বিপ্লবের পর পেরিয়ে গেছে ৪৫ বছরের বেশি সময়। তবে ক্ষমতা হারানোর এতো বছর পরও সক্রিয় রয়েছে সেই শাহ বংশ। শাহ পরিবারের উত্তরসূরি রেজা পাহলভি বর্তমানে আমেরিকায় নির্বাসিত জীবনযাপন করছেন এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রচার চালাচ্ছেন।
সেই বিপ্লবের পর পেরিয়ে গেছে ৪৫ বছরের বেশি সময়। তবে ক্ষমতা হারানোর এতো বছর পরও সক্রিয় রয়েছে সেই শাহ বংশ। শাহ পরিবারের উত্তরসূরি রেজা পাহলভি বর্তমানে আমেরিকায় নির্বাসিত জীবনযাপন করছেন এবং ইরানের ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে প্রচার চালাচ্ছেন।
advertisement
6/10
রেজা পাহলভির কন্যা প্রিন্সেস নূর পাহলভি মানবাধিকার, নারীর অধিকার এবং ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করেন এবং ইরানে নারীদের অধিকারের পক্ষে বিভিন্ন সময় বক্তব্য রাখেন। তাদের দাবি ইরানের বর্তমান শাসনব্যবস্থা জনগণের সমর্থন হারিয়েছে এবং এটি পতনের পথে রয়েছে।
রেজা পাহলভির কন্যা প্রিন্সেস নূর পাহলভি মানবাধিকার, নারীর অধিকার এবং ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে কাজ করেন এবং ইরানে নারীদের অধিকারের পক্ষে বিভিন্ন সময় বক্তব্য রাখেন। তাদের দাবি ইরানের বর্তমান শাসনব্যবস্থা জনগণের সমর্থন হারিয়েছে এবং এটি পতনের পথে রয়েছে।
advertisement
7/10
রেজা পাহলভি ও শাহ বংশ সরাসরি মোসাদের সদস্য নয়। তবে রাজনৈতিক ও কৌশলগতভাবে মোসাদের উদ্দেশ্যকে সমর্থন করছেন তারা। শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলভি পশ্চিমের সমর্থন নিয়ে ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের ডাক দিচ্ছেন, তবে তার বাস্তব প্রভাব সীমিত।
রেজা পাহলভি ও শাহ বংশ সরাসরি মোসাদের সদস্য নয়। তবে রাজনৈতিক ও কৌশলগতভাবে মোসাদের উদ্দেশ্যকে সমর্থন করছেন তারা। শাহ বংশের উত্তরসূরি রেজা পাহলভি পশ্চিমের সমর্থন নিয়ে ইরানে গণতান্ত্রিক পরিবর্তনের ডাক দিচ্ছেন, তবে তার বাস্তব প্রভাব সীমিত।
advertisement
8/10
ফলে ভবিষ্যতে মোসাদ বা শাহ বংশের প্রচেষ্টা কতটা সফল হবে, তা নির্ভর করবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, জনগণের মনোভাব, ও আন্তর্জাতিক সমর্থনের ওপর।

ফলে ভবিষ্যতে মোসাদ বা শাহ বংশের প্রচেষ্টা কতটা সফল হবে, তা নির্ভর করবে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা, জনগণের মনোভাব, ও আন্তর্জাতিক সমর্থনের ওপর।
advertisement
9/10
ইজরায়েল দাবি করেছে, ইরানের ভিতরে প্রবেশ করেও হামলা চালিয়েছে তারা। কী ভাবে গোপনে ইরানে প্রবেশ করে আঘাত হেনেছে ইজরায়েলের বাহিনী, তার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করল সে দেশের গুপ্তচর সংস্থা মোসাদ।
ইজরায়েল দাবি করেছে, ইরানের ভিতরে প্রবেশ করেও হামলা চালিয়েছে তারা। কী ভাবে গোপনে ইরানে প্রবেশ করে আঘাত হেনেছে ইজরায়েলের বাহিনী, তার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করল সে দেশের গুপ্তচর সংস্থা মোসাদ।
advertisement
10/10
‘দ্য টাইম্‌স অফ ইজরায়েল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, মোসাদের চরেরা অনেক দিন আগেই অনুপ্রবেশ করেছিলেন ইরানে। মধ্য ইরানে পৌঁছে ঘাঁটি গেড়েছিলেন। নিয়ে আসা হয়েছিল ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী প্রযুক্তি। সেই দিয়েই ওই চরেরা ধ্বংস করেছেন ইরানের রেডার ব্যবস্থা, এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারি। এর ফলে ইজরায়েল যখন শুক্রবার ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করে, তখন ইরানে অবাধে ঢুকে যায় তাদের যুদ্ধবিমান। অর্থাৎ, ইরানে যে অন্তর্ঘাত হয়েছে, তা স্পষ্ট। এখন সেই 'মীরজাফর'দেরই খুঁজছে ইরান।
‘দ্য টাইম্‌স অফ ইজরায়েল’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, মোসাদের চরেরা অনেক দিন আগেই অনুপ্রবেশ করেছিলেন ইরানে। মধ্য ইরানে পৌঁছে ঘাঁটি গেড়েছিলেন। নিয়ে আসা হয়েছিল ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসকারী প্রযুক্তি। সেই দিয়েই ওই চরেরা ধ্বংস করেছেন ইরানের রেডার ব্যবস্থা, এস-৩০০ অ্যান্টি এয়ারক্রাফ্ট ব্যাটারি। এর ফলে ইজরায়েল যখন শুক্রবার ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করে, তখন ইরানে অবাধে ঢুকে যায় তাদের যুদ্ধবিমান। অর্থাৎ, ইরানে যে অন্তর্ঘাত হয়েছে, তা স্পষ্ট। এখন সেই 'মীরজাফর'দেরই খুঁজছে ইরান।
advertisement
advertisement
advertisement