F15 Fighter Jet: ইরানের প্রেসিডেন্টকে ওড়াতে চেয়েছিল ইজরায়েল! ব্যর্থ হয় আমেরিকার ১৭০০ কোটির জেট, ৬টা মিশাইল ছুড়েই কুপোকাত
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
F15 Fighter Jet: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেসেশকিয়ান, সংসদ সভাপতি এবং বিচার বিভাগের প্রধানকে তেহরানে একসঙ্গে হত্যা করার চেষ্টা করেছিল ইজরায়েল। কিন্তু সেই অপারেশন সফল করতে ব্যর্থ হয় আমেরিকার বিমান।
advertisement
advertisement
রবিবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি অপারেশনের সময় ইসরায়েলের একটি এফ-১৫ ফাইটার জেট ইরানি সীমান্তে পৌঁছানোর সাথে সাথে প্রযুক্তিগত ব্যর্থতার শিকার হয়েছিল। প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি বিপদে পড়ে। এফ-১৫ যুদ্ধবিমানটি তখন ইরানের সীমান্তের অনেকটা ভিতরে ঢুকে পড়েছিল, তখন ফুয়েল ট্যাঙ্কে ত্রুটি দেখা দেয়।
advertisement
advertisement
পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে একটি ব্যাকআপ প্ল্যান পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল। যদি ফুয়েলিং বিমান সময়মতো না পৌঁছত, তাহলে এফ-১৫ কে কোনও দেশে জরুরি অবতরণ করতে হত। তবে, রিপোর্টে সেই দেশের নাম প্রকাশ করা হয়নি। সৌভাগ্যক্রমে রিফুয়েলিং এয়ারক্রাফ্ট সময়মতো পৌঁছেছিল এবং পাইলটকে জ্বালানি ভরিয়ে মিশন সম্পূর্ণ করতে দেওয়া হয়েছিল।
advertisement