Marburg Virus: ভাইরাস ভূতের মতো বানিয়ে দিচ্ছে মানুষকে, নাক-মুখ দিয়ে রক্ত পড়ছে, তীব্র আতঙ্ক বিশ্বজুড়ে

Last Updated:
Marburg Virus: এমনই এক মারণ ভাইরাসের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও৷
1/5
করোনার পর নতুন করে আতঙ্ক তৈরি করছে একটি বিশেষ প্রকারের ভাইরাস৷ যে ভাইরাসের নাম দেওয়া হয়েছে, মারবার্গ৷ আর এই ভাইরাস কার্যত মানুষকে পরিণত করছে জ্যান্ত ভূতে৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন৷
করোনার পর নতুন করে আতঙ্ক তৈরি করছে একটি বিশেষ প্রকারের ভাইরাস৷ যে ভাইরাসের নাম দেওয়া হয়েছে, মারবার্গ৷ আর এই ভাইরাস কার্যত মানুষকে পরিণত করছে জ্যান্ত ভূতে৷ হ্যাঁ, ঠিকই ধরেছেন৷
advertisement
2/5
আসলে ভূত বলে কিছু আছে না নেই, সেই তর্ক এখানে খাটে না, কারণ, এখানে মানুষ বেঁচে থেকেও ভূতের মতো হয়ে যাচ্ছেন৷ মানে, চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, শরীর হয়ে যাচ্ছে দূর্বল, নাক দিয়ে, মুখ দিয়ে সবসময় রক্ত পড়ছে৷
আসলে ভূত বলে কিছু আছে না নেই, সেই তর্ক এখানে খাটে না, কারণ, এখানে মানুষ বেঁচে থেকেও ভূতের মতো হয়ে যাচ্ছেন৷ মানে, চোখ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, শরীর হয়ে যাচ্ছে দূর্বল, নাক দিয়ে, মুখ দিয়ে সবসময় রক্ত পড়ছে৷
advertisement
3/5
এমনই এক মারণ ভাইরাসের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও৷ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে নিউ গিনি ও তানজানিয়ায় ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷
এমনই এক মারণ ভাইরাসের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও৷ সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে নিউ গিনি ও তানজানিয়ায় ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে৷
advertisement
4/5
এখনও বিশ্বে এই রোগের কোনও প্রতিষেধক আবিস্কার হয়নি৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ইবোলা ধরনের একটি রোগ, তবে তার থেকে অনেকটা শক্তিশালী৷ বিভিন্ন নোংরা স্থান, গুহা, যেখানে প্রচুর বাদুড়ের বাস, সেখান থেকে মানুষের শরীরে এটি প্রবেশ করেছে৷
এখনও বিশ্বে এই রোগের কোনও প্রতিষেধক আবিস্কার হয়নি৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি ইবোলা ধরনের একটি রোগ, তবে তার থেকে অনেকটা শক্তিশালী৷ বিভিন্ন নোংরা স্থান, গুহা, যেখানে প্রচুর বাদুড়ের বাস, সেখান থেকে মানুষের শরীরে এটি প্রবেশ করেছে৷
advertisement
5/5
 এটা সাধারণত এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে সংক্রমিত হয়৷ সংক্রমণের সমস্ত রক্ত, কফ বা অন্য নানাবিধ মাধ্যমে শরীরে সংক্রমণ হতে পারে৷ জ্বর, গা ব্যাথা তো আছেন, সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের নাক-মুখ দিয়ে ক্রমাগত রক্ত পড়ার সমস্যাও দেখা দেবে৷
এটা সাধারণত এক মানুষের শরীর থেকে অন্য মানুষের শরীরে সংক্রমিত হয়৷ সংক্রমণের সমস্ত রক্ত, কফ বা অন্য নানাবিধ মাধ্যমে শরীরে সংক্রমণ হতে পারে৷ জ্বর, গা ব্যাথা তো আছেন, সঙ্গে এই ভাইরাসে আক্রান্তের নাক-মুখ দিয়ে ক্রমাগত রক্ত পড়ার সমস্যাও দেখা দেবে৷
advertisement
advertisement
advertisement