Mamdani Wife: স্বামীর উত্থানে স্ত্রীই মাস্টারমাইন্ড, নিউইয়র্কে মামদানি জিততেই সারা বিশ্বের আলোচনায় স্ত্রী রামা! ২৮ বছরের রামার অবদান নিয়ে কথা সর্বত্র
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamdani Wife: ২০২১ সালে রামার সঙ্গে মামদানির বিয়ে হয়। মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যথেষ্ট লড়াই করতে হয়েছে মামদানিকে।
নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। আর তার সঙ্গেই চর্চা শুরু হয়েছে মামদানির স্ত্রী রামা দুয়াজিকে নিয়ে। নিউ ইয়র্কের প্রথম ভারতীয় বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসেবে মামদানির উঠে আসার পিছনে ২৮ বছরের রামার অবদান অনেকখানি বলে মানছে আমেরিকার রাজনৈতিক মহলও।
advertisement
advertisement
advertisement
advertisement
