• বিবাহবিচ্ছেদের ঘোষণা করে দিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজস ও মেকাঞ্জি বেজস ৷ বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে ৷ এই বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৭৫ শতাংশ স্টক পাবেন জেফ ৷ বাকি ২৫ শতাংশ পাবেন মেকাঞ্জি ৷ তবে সংস্থার যে কোনও সিদ্ধান্তে শিলমোহর দেওয়ার জন্য ভোট দেওয়ার অধিকার থাকবে মেকাঞ্জি বেজসের হাতে ৷