কোথায় মিলবে এই সুবিধা ৷ ইউরোপের লুক্সেমবার্গের এই নিয়মই আনতে চলেছে সে দেশের সরকার ৷ নির্বাচনী প্রচারে জানানোই হয়েছিল এই কথা ৷ এবার লড়াই জিতে তাই বাস্তবের রূপ দিতে চলেছে লুক্সেমবার্গের ডেমোক্রেটির পার্টির সরকার ৷ বিশ্বের প্রথম দেশে হিসেবে বিনামূল্য পরিবহণ ব্যবস্থা করে এই নজির স্থাপন করতে চলেছে লুক্সেমবার্গ ৷ Photo Collected