Coronavirus: করোনা ছুঁতেও পারেনি এই দেশগুলির মানুষদের, ওমিক্রন-ডেল্টার নাম-গন্ধ ছিল না
- Published by:Suman Majumder
Last Updated:
Corona Free Countries: এই আটটি দেশকে ছুঁতে পারেনি করোনাভাইরাস।
সারা বিশ্ব করোনার তাণ্ডবে অতিষ্ঠ। কিন্তু এই দেশগুলিতে করোনার নাম-গন্ধ ছিল না।ওমিক্র-ডেল্টা, করোনার কোনও ভ্যারিটেন্ট ছিল না এই দেশগুলিতে। তালিকায় প্রথম দেশ টোকেলাউ। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত। এই দেশকে WHO কোভিড মুক্ত ঘোষণা করেছিল। এখানে কোনো বিমানবন্দর নেই। এই দেশে আসার একমাত্র পথ হল জাহাজের। মাত্র ১৫০০ জনসংখ্যার এই দেশে এখনও পর্যন্ত করোনার একটিও কেস ধরা পড়েনি।
advertisement
দ্বিতীয় দেশ টুভালু। ডব্লিউএইচও-এর রিপোর্ট অনুযায়ী, এখানে একশো জনের মধ্যে পঞ্চাশ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। এটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই দেশ কমনওয়েলথ নেশনের সদস্য। করোনা মহামারীর সময় এই দেশ ভীষণ সতর্ক ছিল। তাই এখানে একটিও করোনা কেস পাওয়া যায়নি। প্রথম থেকেই কোয়ারেন্টাইন এবং দেশে আসা-যাওয়ার ব্যাপারে কঠোর নিয়মনীতি করা হয়েছিল।
advertisement
advertisement
দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনাকে বিশ্বের অন্যতম প্রত্যন্ত অঞ্চল হিসেবে বিবেচনা করা হয়। এটি আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূল থেকে ১২০০ মাইল এবং রাজধানী রিও থেকে ২৫০ মাইল দূরে অবস্থিত। এখানকার জনসংখ্যা মাত্র ৪৫০০। এখানে একজনও করোনা সংক্রমিত হননি। এই দেশে একশো জনের মধ্যে ৫৮ জনকে টিকা দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
advertisement
advertisement