Kim Jong Un: আমেরিকার 'যম', কিন্তু কিম জং উন দেশের মানুষের সঙ্গে কী করে জানেন? বিয়ে, সানগ্লাস, গান শোনা-মৃত্যু কখন দেবেন কিম, ভয়ে কাঁপছে দেশবাসী
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kim Jong Un: উত্তর কোরিয়ায় নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সাদা রঙের বিয়ের পোশাক। সাধারণত, সেখানে কোনও বিয়ের অনুষ্ঠানে কনেকে সাদা গাউন পরতে দেখা যেত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু বিয়ের পোশাকেই নয়, বিয়ের রীতিতেও আসছে বদল, তাও আবার সরকারি নির্দেশে। আগে নিয়ম ছিল, বিয়ের দিন কনেকে কাঁধে তুলে নেন বর। এই রীতিতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিয়ের অনুষ্ঠানে সব ধরনের আড়ম্বর নিষিদ্ধ করে দিয়েছেন কিম। বিয়ে নামক অনুষ্ঠানটিতে আনন্দের কোনও কারণ নেই বলে মনে করেন তিনি। এটি অত্যন্ত স্বাভাবিক একটি সামাজিক রীতি।
advertisement
advertisement
২০২০ সালে কিমের দেশে নতুন একটি আইন প্রণয়ন করা হয়। তাতে বলা হয়েছিল, দক্ষিণ কোরিয়ার কোনও বিনোদনমূলক উপাদান দেখা অথবা প্রচার করা উত্তর কোরিয়ায় শাস্তিযোগ্য অপরাধ। তার শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। ওই আইনের ভিত্তিতেই যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর পর একই অপরাধে উত্তর কোরিয়ার আরও দুই কিশোরকে কঠোর শ্রমের শাস্তিও দেওয়া হয়েছিল।
advertisement
advertisement
advertisement