১৫ মিনিটে ধ্বংস হতে পারে আমেরিকা! কিমের মারাত্মক হুমকিতে ঘুম উড়ল বাইডেনের

Last Updated:
1/7
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কাজে লাগায় আমেরিকা। সেই দক্ষিণ কোরিয়া জানিয়েছে কিমের মিসাইল শক্তি বাড়িয়েছে। এমনকি আমেরিকা পর্যন্ত নাকি পৌঁছতে পারে সেই মিসাইল
দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কাজে লাগায় আমেরিকা। সেই দক্ষিণ কোরিয়া জানিয়েছে কিমের মিসাইল শক্তি বাড়িয়েছে। এমনকি আমেরিকা পর্যন্ত নাকি পৌঁছতে পারে সেই মিসাইল
advertisement
2/7
কিম জানিয়েছেন আমেরিকা বেশি দাদাগিরি করলে এবং উত্তর কোরিয়াতে চাপ সৃষ্টি করলে তিনি জবাব দিতে দেরি করবেন না
কিম জানিয়েছেন আমেরিকা বেশি দাদাগিরি করলে এবং উত্তর কোরিয়াতে চাপ সৃষ্টি করলে তিনি জবাব দিতে দেরি করবেন না
advertisement
3/7
কিমের কন্যা জু আই এখন ১০ বছরের মেয়ে। গত সপ্তাহে তাকে দেশের সরকারি কাজের অনুষ্ঠানে বাবার সঙ্গে দেখা গিয়েছিল প্রথমবার
কিমের কন্যা জু আই এখন ১০ বছরের মেয়ে। গত সপ্তাহে তাকে দেশের সরকারি কাজের অনুষ্ঠানে বাবার সঙ্গে দেখা গিয়েছিল প্রথমবার
advertisement
4/7
বিশ্বস্ত সূত্রের খবর কিম এখন থেকেই তার মেয়েকে তৈরি করছেন। তার অন্য একটি ছেলে এবং মেয়ে থাকলেও জু আইকেই নিজের সবচেয়ে যোগ্য উত্তরাধিকারি মনে করেন কিম
বিশ্বস্ত সূত্রের খবর কিম এখন থেকেই তার মেয়েকে তৈরি করছেন। তার অন্য একটি ছেলে এবং মেয়ে থাকলেও জু আইকেই নিজের সবচেয়ে যোগ্য উত্তরাধিকারি মনে করেন কিম
advertisement
5/7
কিমের বোন ইয় জং এতদিন পর্যন্ত তারপরেই দেশের সব কাজ দেখতেন। তার ওপর ভরসা করেন কিম। পাশাপাশি তৈরি রাখতে চাইছেন নিজের মেয়েকে
কিমের বোন ইয় জং এতদিন পর্যন্ত তারপরেই দেশের সব কাজ দেখতেন। তার ওপর ভরসা করেন কিম। পাশাপাশি তৈরি রাখতে চাইছেন নিজের মেয়েকে
advertisement
6/7
কিমের স্ত্রী রি সল ইউ খুব একটা বেশি বাইরে বের হন না। তবে দেশের কাজে স্ত্রীকে খুব একটা জড়াতে ভালোবাসে না উত্তর কোরিয়ার শাসক
কিমের স্ত্রী রি সল ইউ খুব একটা বেশি বাইরে বের হন না। তবে দেশের কাজে স্ত্রীকে খুব একটা জড়াতে ভালোবাসে না উত্তর কোরিয়ার শাসক
advertisement
7/7
নিজে সময় পেলে ই দেশে বিভিন্ন জায়গায় ঘোড়ার পিঠে করে বেরিয়ে পড়েন কিম। নিজের মেয়েকেও এই বয়স থেকেই ঘোড়া চালানো শেখাচ্ছেন উত্তর কোরিয়ার শাসক
নিজে সময় পেলে ই দেশে বিভিন্ন জায়গায় ঘোড়ার পিঠে করে বেরিয়ে পড়েন কিম। নিজের মেয়েকেও এই বয়স থেকেই ঘোড়া চালানো শেখাচ্ছেন উত্তর কোরিয়ার শাসক
advertisement
advertisement
advertisement