JOBS ALERT: বেতন ২৬ লাখ, সঙ্গে রাজপ্রসাদে থাকা-খাওয়া ফ্রি, কর্মী নিয়োগ করতে চলেছেন মহারানি

Last Updated:
1/7
চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ ৷ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন ব্রিটেনের মহারানি এলিজাবেথ ৷ বিদেশে চাকরির কোনও ইচ্ছে আপনার মনে থাকলে এই প্রতিবেদনটি আপনার জন্যই ৷ কে বলতে পারে ব্রিটেনের মহারানি তাঁর কর্মীর জন্য যে যোগ্যতা খুঁজছেন তা আপনার মধ্যে রয়েছে, আর আপনিই এই পোস্টটির জন্য উপযুক্ত ৷ Photo Collected
চাকরিপ্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ ৷ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলেন ব্রিটেনের মহারানি এলিজাবেথ ৷ বিদেশে চাকরির কোনও ইচ্ছে আপনার মনে থাকলে এই প্রতিবেদনটি আপনার জন্যই ৷ কে বলতে পারে ব্রিটেনের মহারানি তাঁর কর্মীর জন্য যে যোগ্যতা খুঁজছেন তা আপনার মধ্যে রয়েছে, আর আপনিই এই পোস্টটির জন্য উপযুক্ত ৷ Photo Collected
advertisement
2/7
 কর্মসংস্থানের খবর দেয় ব্রিটেনের এমন একটি ওয়েবসাইটে ডিজিট্যাল কমিউনিকেশন অফিসার পদে স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজপরিবার ৷ Photo Collected
কর্মসংস্থানের খবর দেয় ব্রিটেনের এমন একটি ওয়েবসাইটে ডিজিট্যাল কমিউনিকেশন অফিসার পদে স্থায়ী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে রাজপরিবার ৷ Photo Collected
advertisement
3/7
নির্বাচিত হলে বছরে £৩০,০০০ অর্থাৎ ২৬ লাখ টাকা স্যালারি হিসেবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সঙ্গে রাজপ্রসাদেই অর্থাৎ বাকিংহাম প্যালেসেই সপরিবারে থাকা খাওয়ার ব্যবস্থা ৷ Photo Collected
নির্বাচিত হলে বছরে £৩০,০০০ অর্থাৎ ২৬ লাখ টাকা স্যালারি হিসেবে ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সঙ্গে রাজপ্রসাদেই অর্থাৎ বাকিংহাম প্যালেসেই সপরিবারে থাকা খাওয়ার ব্যবস্থা ৷ Photo Collected
advertisement
4/7
বিজপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ডিজিট্যাল কমিউনিকেশন অফিসার সপ্তাহে মোটে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে ৷ সঙ্গে বছরে মিলবে ৩৩ দিন ছুটি ৷ Photo Collected
বিজপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, ডিজিট্যাল কমিউনিকেশন অফিসার সপ্তাহে মোটে ৩৭.৫ ঘণ্টা কাজ করতে হবে ৷ সঙ্গে বছরে মিলবে ৩৩ দিন ছুটি ৷ Photo Collected
advertisement
5/7
ডিজিট্যাল কমিউনিকেশন অফিসারকে সরাসরি মহারানি এলিজাবেথের সঙ্গে কাজ করতে হবে ৷ ডিজিট্যাল ওয়ার্ল্ডে মহারানির জন্য কাজের সমস্ত দায়িত্ব থাকবে এই কর্মীর উপর ৷ Photo Collected
ডিজিট্যাল কমিউনিকেশন অফিসারকে সরাসরি মহারানি এলিজাবেথের সঙ্গে কাজ করতে হবে ৷ ডিজিট্যাল ওয়ার্ল্ডে মহারানির জন্য কাজের সমস্ত দায়িত্ব থাকবে এই কর্মীর উপর ৷ Photo Collected
advertisement
6/7
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা- সবার প্রথমে ডিজিট্যাল কমিউনিকেশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ৷ সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ম্যানেজ ও পাব্লিশ করার অভিজ্ঞতা থাকলে তা সবার আগে বিবেচিত হবে ৷ এছাড়া ফটোগ্রাফি, ভিডিও এডিটোরিয়াল স্কিল, সুদক্ষ লেখনী ও ডিজিট্যাল কন্টেন্ট ডিজাইনের জ্ঞান থাকতে হবে ৷ ভারচুয়াল ওয়ার্ল্ডে কথোপকথনে সুদক্ষ হতে হবে ৷
আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা- সবার প্রথমে ডিজিট্যাল কমিউনিকেশন নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ৷ সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ম্যানেজ ও পাব্লিশ করার অভিজ্ঞতা থাকলে তা সবার আগে বিবেচিত হবে ৷ এছাড়া ফটোগ্রাফি, ভিডিও এডিটোরিয়াল স্কিল, সুদক্ষ লেখনী ও ডিজিট্যাল কন্টেন্ট ডিজাইনের জ্ঞান থাকতে হবে ৷ ভারচুয়াল ওয়ার্ল্ডে কথোপকথনে সুদক্ষ হতে হবে ৷
advertisement
7/7
সমস্তরকম যোগ্যতা আপনার থাকলে আজই আবেদন করুন ৷ আবেদনের জন্য theroyalhousehold.tal.net-এই সাইটে গিয়ে ফর্মপূরণ করতে হবে ৷
সমস্তরকম যোগ্যতা আপনার থাকলে আজই আবেদন করুন ৷ আবেদনের জন্য theroyalhousehold.tal.net-এই সাইটে গিয়ে ফর্মপূরণ করতে হবে ৷
advertisement
advertisement
advertisement