Donald Trump: ‘দেরি হয়ে যাচ্ছে!’ ফের বড় ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের! ভারতের 'নতুন' বন্ধুদের দেখে কি এবার ট্যারিফ কমাবেন মার্কিন প্রেসিডেন্ট?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Donald Trump:এসসিও সামিটে পাশাপাশি ভারত, চিন এবং রাশিয়া। সেই আবহেই ফের ট্যারিফ নিয়ে সুর চড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এসসিও সামিটে পাশাপাশি ভারত, চিন এবং রাশিয়া। সেই আবহেই ফের ট্যারিফ নিয়ে সুর চড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে আমেরিকার বানিজ্যিক সম্পর্ককে ‘একতরফা বিপর্যয়’ বলে উল্লেখ্য করলেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপের পক্ষে ফের সওয়াল করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
advertisement
ট্রুথ সোশ্যালে আমেরিকার প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘কিছু মানুষ বুঝছেন না একটা কথা যে আমরা ভারতের সঙ্গে খুব অল্প ব্যবসা করি, অন্যদিকে ওরা(ভারত) আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে ব্যবসা করে। সোজা কথায় বলতে গেলে, ভারত আমাদের কাছে প্রচুর পরিমাণে পণ্য বিক্রি করে। আমরা তাদের সবচেয়ে বড় গ্রাহক (ক্লায়েন্ট)। কিন্তু আমরা তাদের খুব কম পরিমাণ পণ্য বিক্রি করি।’’
advertisement
তিনি আরও লিখেছেন, ‘‘ভারত আমাদের উপর এত বেশি শুল্ক আরোপ করেছে, যে আমরা ভারতে বিক্রি করতে পারছে না। এটি একটি সম্পূর্ণ একতরফা বিপর্যয় হয়েছে! এছাড়াও, ভারত তার বেশিরভাগ তেল এবং সামরিক পণ্য রাশিয়া থেকে কেনে। আমেরিকা থেকে খুব কম। তারা এখন তাদের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু দেরি হয়ে গিয়েছে। তাদের বহু বছর আগেই তা করা উচিত ছিল।’’
advertisement
অন্যদিকে, সোমবার সকালেই ভারত এবং আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিয়ো। তিনি বলেন, ‘‘আমাদের (ভারত এবং আমেরিকা) বোঝাপড়ার ভিত্তি হল দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক। আমরা উপলব্ধি করতে পেরেছি যে, আমাদের অর্থনৈতিক সম্পর্কে দারুণ সম্ভাবনা রয়েছে।’’ তারপরেই এই সন্ধ্যাতেই এমন বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
advertisement
advertisement